Home দেশ কুলভূষণ নাকি রিভিউ পিটিশন খারিজ করেছেন, দাবি পাকিস্তানের

কুলভূষণ নাকি রিভিউ পিটিশন খারিজ করেছেন, দাবি পাকিস্তানের

by banganews

হতেও পারে পাকিস্তানের এটি নতুন চাল। তেমনই মনে করছেন অধিকাংশ বিশেষজ্ঞ। সম্প্রতি পাকিস্তানের তরফ থেকে জানানো হয়েছে, চরবৃত্তির অভিযোগ এবং মৃত্যুদণ্ডের নির্দেশকে পুনর্বিবেচনা করার জন্য নতুন করে আবেদন করতে চান না বন্দি ভারতীয় নাগরিক কুলভূষণ যাদব৷ তার বদলে তিনি প্রাণভিক্ষার আবেদন জানাতে চান৷ বুধবার এমনই দাবি করেছেন পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল৷

আরও পড়ুন নিয়ন্ত্রণরেখায় আচমকা মর্টার হানল পাকিস্তান, নিহত ১ ভারতীয়

২০১৭ সালের এপ্রিল মাসে পাকিস্তানের একটি মিলিটারি আদালত চরবৃত্তি এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়৷ এই নির্দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায় আদালতে যায় ভারত৷ আন্তর্জাতিক ন্যায় আদালত পাকিস্তানকে কুলভূষণের মৃত্যুদণ্ডের নির্দেশকে খতিয়ে দেখার নির্দেশ দেয়৷ পাশাপাশি ভারতের দাবি মেনে ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কুলভূষণের সঙ্গে দেখা করতে দেওয়ারও নির্দেশ দেয়৷

আরও পড়ুন পুলিশ এনকাউন্টারে নিকেশ বিকাশের ডান হাত, ধৃত অপর তিন সহচর 

এক সাংবাদিক বৈঠকে পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল দাবি করেছেন, ‘গত ১৭ জুন ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবকে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ এবং শাস্তি পুনর্বিবেচনা করার জন্য রিভিউ পিটিশন দাখিলের সুযোগ দেওয়া হয়৷ কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন৷’ তার বদলে কুলভূষণ যাদব প্রাণভিক্ষার আবেদনই করতে চান বলে পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে৷
পাকিস্তানের তরফে আরও দাবি করা হয়েছে, দ্বিতীয়বার ভারতীয় দূতাবাসের আধিকারিকদের সঙ্গে তাঁকে দেখা করার সুযোগও দেওয়া হয়েছে৷ কুলভূষণের স্ত্রী এবং বাবাকেও তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর৷ এ বিষয়ে ভারতকেও সরকারি ভাবে পাকিস্তানের তরফে জানানো হয়েছে৷

You may also like

Leave a Reply!