Home বিদেশ নিয়ন্ত্রণরেখায় আচমকা মর্টার হানল পাকিস্তান, নিহত ১ ভারতীয়

নিয়ন্ত্রণরেখায় আচমকা মর্টার হানল পাকিস্তান, নিহত ১ ভারতীয়

by banganews
আবারও সংঘর্ষবিরতি নীতি লঙ্ঘন করল পাকিস্তান। গত জুন মাসের পর ফের কাশ্মীরের পুঞ্চ-এ মর্টার হানল পাক বাহিনী। বুধবার ভোররাতে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনাঘাঁটি এবং সংলগ্ন গ্রাম লক্ষ্য করে পাকিস্তানের মর্টার বর্ষণে নিহত হলেন এক মহিলা, জখম আরও একজন।
সেনা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকেই সংঘর্ষ বিরতি নীতি লঙ্ঘন করে সীমান্তবর্তী অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটিগুলি লক্ষ্য করে আক্রমণ শানায় পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার পুলিশ প্রধান এসএসপি রমেশ কুমার অঙ্গরাল জানিয়েছেন, ‘মঙ্গলবার রাত ২.৩৫ মিনিট নাগাদ সংঘর্ষ বিরতি নীতি লঙ্ঘন করে পাকিস্তান সেনাবাহিনী। আক্রমণে মেন্ধারের ললজোট অঞ্চলে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে এবং আরও এক মহিলা আহত হয়েছেন। পাক বাহিনীর ছোড়া মর্টারের নিশানায় পড়েন তাঁরা দুই জন।’
ঘটনায় নিহত রেশম বাইয়ের বয়স ৬০ বছর, তাঁর স্বামী মহম্মদ আজম এখনও বর্তমান। পাক মর্টার হানায় আহত হয়েছেন মহম্মদ শরীফের স্ত্রী হাকম বাই, বয়স ৫৮ বছর।
নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এই এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে ১২ ম্যাড্রাস রেজিমেন্ট। এ দিন সকালে ভারতীয় সেনার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেস দেবেন্দর আনন্দ জানিয়েছেন, ‘রাত ২টো নাগাদ কোনও রকম প্ররোচনা ছাড়াই সংঘর্ষ বিরতি নীতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণরেখা বরাবর বালাকোট ও মেন্ধার সেক্টরে ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি এবং তার পরে মর্টার শেল বর্ষণ করতে শুরু করে পাকিস্তান সেনা। ভারতীয় সেনাবাহিনী তার সমুচিত জবাব দিয়েছে।’

You may also like

Leave a Reply!