Home বঙ্গ কল্যানী এইমসে আউটডোরে চিকিৎসা পরিষেবা শুরু এমাস থেকেই

কল্যানী এইমসে আউটডোরে চিকিৎসা পরিষেবা শুরু এমাস থেকেই

by banganews

কল্যানী, ৮ জানুয়ারি, ২০২০ঃ  দীর্ঘ অপেক্ষার অবসান। চলতি মাসেই নদীয়ার কল্যানীর এইমসে আউটডোরে শুরু হয়ে যাবে চিকিৎসা পরিষেবা। আপাতত ছোট আকারে হলেও এই মাসেই বর্হিবিভাগ চালু করে দেওয়া সম্ভব হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। আগামী এপ্রিল থেকে সম্পূর্ণ ভাবে চালু হয়ে যাবে বর্হিবিভাগ। আর রোগী ভর্তির প্রক্রিয়া সেপ্টেম্বরে চালু হতে পারে। নদীয়াবাসীর কাছে তো বটেই সারা রাজ্যবাসীর কাছে এটি সুখবর। ২০১৫ সালের প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনায় কেন্দ্রীয় সরকার বাংলায় এইমস তৈরির অনুমোদন দেয়। তবে কোথায় হবে এইমস,  এই নিয়ে শুরু হয় টানাপোড়েন। কল্যানী না রায়গঞ্জ এই নিয়ে দুপক্ষের মধ্যে দড়ি টানাটানি চলতে থাকে।

আরও পড়ুন রাজ্যের ৬৯ টি জায়গায় শুরু হল দ্বিতীয় পর্বের ট্রায়াল

একাংশের দাবি ডাঃ বিধানচন্দ্র রায়ের স্বপ্নের জায়গা কল্যানীতেই হোক এইমস। আবার অন্যদিকে একাংশের দাবি রায়গঞ্জে হোক এইমস। অবশেষে দীর্ঘ টানাপোড়েনের পর কল্যানীতেই শুরু হয় এইমস তৈরির কাজ। এবার অপেক্ষার অবসান। চলতি মাসেই শুরু হতে চলেছে চিকিৎসা পরিষেবা। কল্যাণী এইমসের এক্সিকিউটিভ ডিরেক্টর রামজি সিং জানিয়েছেন, ”আমরা চাইছি, এই মাসেই ছোট আকারে হলেও বহির্বিভাগ চালু করে দিতে। যদিও ঠিক কবে থেকে বহির্বিভাগ চালু করা হচ্ছে, তা কিন্তু এখনও পর্যন্ত ঠিক করা হয়নি। কারণ, কিছু প্রস্তুতি এখনও বাকি। তবে যত তাড়াতাড়ি সম্ভব সেসব কাজ সম্পন্ন করার চেষ্টা আমরা করছি। যদি হয়ে যায়, তাহলেই তারিখ ঘোষণা করে দেওয়া হবে।” আপাতত ৯৬০ টি শয্যার লক্ষ্যমাত্রা রয়েছে। ভবনের কাজ পুরো সম্পন্ন হতে এ বছর পুরোটাই লেগে যাবে বলে মনে হচ্ছে। তবে তার আগে সেপ্টেম্বর মাসে ভবনের কিছু অংশে রোগী ভরতি করা শুরু করা হবে। এমনটাই জানিয়েছেন এক্সিকিউটিভ ডিরেক্টর রামজি সিং ।

You may also like

Leave a Reply!