বঙ্গ নিউস, ৮ জানুয়ারি, ২০২১ঃ শীঘ্রই শুরু হবে টিকাকরণ। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে ড্রাই রান। এবার দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হল। দেশে মোট ৭৩৬ জেলায় শুরু হয়েছে দ্বিতীয় দফার ট্রায়াল। রাজ্যের মোট ৬৯ টি এলাকা চিহ্নিত করে শুরু হয়েছে দ্বিতীয় ধাপের মহড়া। উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং অরুণাচলপ্রদেশে শুরু হয়েছে দ্বিতীয় পর্বের মহড়া।
আরও পড়ুন অসুস্থ বিজেপি কর্মীকে বাড়ি গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড দিলেন তৃণমূল প্রশাসক
এই রাজ্যগুলিতে কোনো ড্রাই রান চলবে না। সম্পূর্ণ প্রস্তুতি খতিয়ে দেখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে যারা টিকা দেবে তাঁদের নাম সহ সমস্ত তথ্য দিতে হবে। দ্বিতীয় পর্বের মহড়ায় কো-উইন অ্যাপের মাধ্যমে ভ্যাকসিন মডিউল এবং রেজিস্ট্রেশন মডিউল আপডেট করতে হবে। এদিকে কলকাতার ৫ টি শুরু হয়েছে ড্রাই রান। আজই আসতে চলেছে কোভিড ভ্যাকসিনের ৬ লক্ষ ডোজ। ডাক্তার, স্বাস্থ্যকর্মী সহ প্রথমসারীর করোনা যোদ্ধাদের জন্য এই টিকা আনা হচ্ছে।