Home দেশ করোনা থেকে বাঁচতে শিশুদের চোলাই খাওয়াল ওড়িশার গ্রাম

করোনা থেকে বাঁচতে শিশুদের চোলাই খাওয়াল ওড়িশার গ্রাম

by banganews

করোনা থেকে বাঁচতে মানুষ বিজ্ঞান বা তুকতাক, কিছুই বাদ দিচ্ছে না। তা বলে চোলাই? ওড়িশার এক উপজাতি গ্রামে তেমনই ছবি। পঞ্চাশটি শিশুকে চোলাই খাওয়ালেন এলাকারই বয়স্করা।
এ ঘটনা দক্ষিণ ওড়িশার মালকানগিরি জেলার পাসরানপল্লী গ্রামের। ওই গ্রামে শালপাতা দিয়ে এক ধরনের চোলাই তৈরি করেন উপজাতি সম্প্রদায়ের মানুষজন। স্থানীয় বিশ্বাস, এই চোলাই থেকেই যে কোনও রোগমুক্তি ঘটবে।

আরও পড়ুন পরিযায়ী শ্রমিকদের কাজের জন্য অ্যাপ চালু করলেন সোনু সুদ

করোনার নাম শুনে ওই চোলাই-ই তাঁরা এলাকার শিশুদের খাইয়েছেন। চোলাই খাওয়ার এই ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। তার ফলে সারা দেশ জুড়ে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।

You may also like

Leave a Reply!