Home বঙ্গ মুখ্যমন্ত্রীর ভরসার মানুষ অভিজিৎ বিনায়কের করোনা বার্তা সফল

মুখ্যমন্ত্রীর ভরসার মানুষ অভিজিৎ বিনায়কের করোনা বার্তা সফল

by banganews
রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের জন্য অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে আগেই উপদেষ্টা হিসেবে মনোনীত করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই নোবেলজয়ী বঙ্গসন্তানের পাঠানো বার্তায় করোনা নিয়ে সচেতনতা বাড়ল এ রাজ্যে। তেমনই খবর প্রকাশিত হয়েছে অভিজিতের টিমের নিজস্ব রিপোর্টে।
এই খবর সামনে আসার পর তৃণমূল নেতা তথা রাজ্যের সংসদীয় বিষয়ক মন্ত্রী তাপস রায় বলেন, ‘অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। মুখ্যমন্ত্রী তাঁর মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দিতে চেয়েছিলেন এবং তা যথাযথ ভাবে সুফল দিয়েছে। এই কথা জেনে আমি আনন্দিত। সচেতনতা গড়ে, তোলা খুবই জরুরি বিশেষ করে যখন দেখতে পাচ্ছি যে, বিশ্বের বহু দেশের মানুষ এখনও অতিমারীর বিরুদ্ধে কোনও প্রতিরোধ গড়ে তুলছেন না।’
অভিজিৎ বিনায়কের সহকর্মীরা জানিয়েছেন, তাঁর ভিডিয়ো বার্তায় হাত ধোয়া, স্যানিটাইজেশন, সামাজিক দূরত্ব বজায় রাখার সুফল এবং উপায় সম্পর্কে স্বাস্থ্যকর্মী, পঞ্চায়েত স্তর, ব্লকস্তরের সদস্যদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছেন অভিজিৎ। তাঁর বলা উপায়গুলো মেনে কাজ শুরু হয়েছে বাংলায়।

You may also like

Leave a Reply!