Home বিনোদন সুশান্তের শোক, জন্মদিন উদযাপনে নেই মিঠুন

সুশান্তের শোক, জন্মদিন উদযাপনে নেই মিঠুন

by banganews
আজ তাঁর জন্মদিন। তবে এবছর জন্মদিন পালন করবেন না মিঠুন চক্রবর্তী।
মিঠুনের ছোট ছেলে নমশি বলছেন, তরুণ অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের অস্বাভাবিক মৃত্যু এবং দেশ জুড়ে করোনা সংক্রমণ—এই দুই কারণে সমস্ত উদযাপন থেকে দূরে থাকবেন মিঠুন।
লকডাউনে বাইরে বেরোতে হতে না পেরে বহু মানুষ ভার্চুয়াল পার্টি দিচ্ছেন। কিন্তু মিঠুন বরাবরই ব্যতিক্রম। সমাজ সচেতন।
শুধু তাই নয়, সহকর্মী তথা রুপোলি জগতের প্রতি অতি মাত্রায় সহানুভূতিশীল।
এবছর বরং জন্মদিনের বার্তা হিসেবে মানুষকে নিরাপদে থাকতে ও যতটা সম্ভব বাড়িতে থাকতে তাঁরা অনুরোধ করেছেন এই মহাতারকা।

You may also like

Leave a Reply!