Home বঙ্গ মানসিক অবসাদ কাটাতে মিউসিক থেরাপি সেফ হোমে

মানসিক অবসাদ কাটাতে মিউসিক থেরাপি সেফ হোমে

by banganews

জলপাইগুড়ি, ৫ নভেম্বর, ২০২০ঃ সূর্য ডুবতেই শুরু হয় নাচ গানের আসর। না এটা কোনো জলসা নয়, জলপাইগুড়ি রাজবাড়ি পাড়া সেফ হাউস। করোনা আক্রান্তদের মানসিক অবসাদ কাটাতে এই ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্যদপ্তর। সেফ হোমের সামনে ফাঁকা জমিতে গানের তালে তালে নেচে উঠলেন কোভিড আক্রান্তরা। করোনা চিকিৎসার পাশাপাশি এই মিউসিক থেরাপি রোগীর মানসিক চাপ অনেকটাই কমাবে বলে মনে করছেন চিকিৎসক থেকে মনোরোগ বিশেষজ্ঞরা।

আরও পড়ুন মার্কিন নির্বাচনে জিতলেন মীরা নায়ারের ছেলে

এক রোগীর কথায় প্রথম দিকে বাড়ির লোককে ছেড়ে থাকতে অসুবিধা হচ্ছিল, তবে এখানে সময়মত খাওয়া দাওয়া আর পরিবেশ মন ভালো করে দিয়েছে। পাশাপাশি বিনোদনের এই ব্যবস্থায় বেশ খুশি সেফ হোমের বাসিন্দারা। জলপাইগুড়ি সেফ হোমে ৪৩৫ জনের চিকিৎসা চলছে। উপসর্গহীন করোনা রোগীদের জন্য সেফ হোমের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। হোম আইসোলেশনে থাকার ব্যবস্থা যাদের নেই মূলত তাঁদের জন্যই এই ব্যবস্থা।

You may also like

Leave a Reply!