Home কলকাতা কালীপুজো ও ছটপুজোয় বাজি নিষিদ্ধ: কলকাতা হাইকোর্ট

কালীপুজো ও ছটপুজোয় বাজি নিষিদ্ধ: কলকাতা হাইকোর্ট

by banganews

কলকাতা, ৫ নভেম্বর, ২০২০ঃ  দুর্গাপুজোর পর নিষেধাজ্ঞা বহাল রইল কালীপুজোতেও। বাজি পোড়ানো তো দূরস্থান, কোনও ধরনের বাজি কেনাবেচা করা যাবে না। স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্ট।

আরও পড়ুন মানসিক অবসাদ কাটাতে মিউসিক থেরাপি সেফ হোমে

কালীপুজোয় বাজির ওপর নিষেধাজ্ঞা চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সেই মামলার শুনানির শেষেই বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ থেকে বাজি বিক্রির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়। রায়ে বলা হয়, করোনা আবহে এমনিতেই শ্বাসকষ্ট বেড়েছে মানুষের। তার ওপর বাজি পোড়ালে বা জ্বালালে বাতাস আরও দূষিত হবে। শ্বাসের সমস্যা আরও বাড়বে।
শুধু কালীপুজো নয়, ছটপুজোতেও বাজি নিষিদ্ধ করেছে হাইকোর্ট।

You may also like

Leave a Reply!