Home বঙ্গ সোমবারই পুরসভার চেয়ারম্যানদের নাম ঘোষণা

সোমবারই পুরসভার চেয়ারম্যানদের নাম ঘোষণা

by banganews

পুরভোটে বিপুল জয় পেয়েছে শাসকদল। রাজ্যের ১০৪ পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের নাম এখনও ঘোষণা হয়নি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের তালিকা খুঁটিয়ে দেখেছি। ক্রস চেক করেছি। দু’চারটে চেঞ্জ করেছি’। সোমবারই নাম ঘোষণার সম্ভাবনা।

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে প্রথম ভোট হয় শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল ও চন্দননগর পুরনিগমে, তারপর রাজ্যের বাকি ১০৮টি পুরসভায়। শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল, চন্দননগরই তো বটেই নয়, রাজ্যের বাকি ১০৮ পুরসভার মধ্যে ১০৪টিতেই জিতেছে তৃণমূল। ১ টিতে জয়ী বামেরা, আর ১টিতে জিতেছে অন্যান্যরা। ৩ পুরসভা ত্রিশঙ্কু।

 

কলকাতায় ফের গ্রেফতার ভুয়ো চিকিৎসক

শিলিগুড়িতে এবারই প্রথম এককভাবে বোর্ড গড়তে চলেছে তৃণমূল। ভোটের ফল ঘোষণার দিনই বাগডোগরার জনসভা মেয়র হিসেবে গৌতম দেবের নাম ঘোষণা করেছিলেন খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি ৩ পুরসভা মেয়র ও চেয়ারম্যানদের নাম চূড়ান্ত হয় দলের কর্মসমিতির প্রথম বৈঠকে। বিধাননগর পুরনিগমের মেয়র হন কৃষ্ণা চক্রবর্তী। চেয়ারম্যান সব্যসাচী দত্ত। আসানসোলে ডেপুটি মেয়র ঘোষণা করা হয় ২ জনকে।

You may also like

Leave a Reply!