Home দেশ আমফানের তান্ডবে মৃত ৭২! কাল রাজ্য পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী

আমফানের তান্ডবে মৃত ৭২! কাল রাজ্য পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী

by banganews
Prime minister narendra modi

এক ভয়াল মুহূর্তের সাক্ষী থাকল রাজ্য। আমফান ঘূর্ণিঝড়ের তান্ডবলীলা দেখল গোটা রাজ্য। আজ সাংবাদিক বৈঠকে মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন কলকাতা শহরে ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুটি সহ অনেক গাছ, লাইট পোস্ট, সিগন্যাল উপরে গেছে কলকাতা শহরে। সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলি বিশেষ করে নামখানা, সুন্দরবন প্রায় ধ্বংসস্তুপে পরিনত হয়েছে। রাজ্যে মৃত্যু হয়েছে ৭২ জনের। এর মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ১৫ জনের। মৃতদের পরিবার পিছু ২.৫ লক্ষ টাকা দেবেন বলে জানিয়েছেন মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কেন্দ্রের কাছে সাহায্য চেয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে ফোন করে রাজ্যের জন্য ত্রাণ চেয়েছেন মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এছাড়াও রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিদর্শনে আসতে অনুরোধ করেন মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মূখ্যমন্ত্রীর অনুরোধে সাড়া দিয়ে কালই রাজ্য পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আকাশপথে মূখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী পরিদর্শনে যাবেন বলেই সুত্রের খবর। বিশেষভাবে ক্ষতিগ্রস্থ এলাকাগুলো পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর নবান্নে রাজ্যের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে একদফা বৈঠক করবেন মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

You may also like

Leave a Reply!

%d bloggers like this: