Home বঙ্গ ‘হেরে নাটক করছে বিজেপি, গণতন্ত্রের পক্ষে লজ্জার’, বিধানসভায় তোপ মমতার

‘হেরে নাটক করছে বিজেপি, গণতন্ত্রের পক্ষে লজ্জার’, বিধানসভায় তোপ মমতার

by banganews

সোমবার বিধানসভায় রাজ্যপাল জগদীপ ধনকড়ের ভাষণ শুরুর আগেই ছড়াল তীব্র উত্তেজনা। যার জন্য রাজ্যের বিরোধী দল বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভের মাঝেও প্রথম ও শেষ লাইনটি পড়েন রাজ্যপাল। তার জন্য তাঁকে ধন্যবাদ জানান মমতা।

পুরভোটে সন্ত্রাসের অভিযোগে এনে বিধানসভায় বিক্ষোভে শামিল হয় বিজেপি। যার জেরে সময়মতো ভাষণ শুরু করতে পারেননি রাজ্যপাল। এদিন বিধানসভা থেকে বেরিয়ে মমতা বলেন, “বিজেপি যা করেছে, তা গণতন্ত্রের পক্ষে লজ্জার। ওরা রাজ্যপালকে ভাষণ দেওয়ার জন্য আটকায়। হেরে নাটক করছে। দীর্ঘ এক ঘণ্টা আমরা অপেক্ষা করেছি।

প্রথমবার ভোট লড়েই বাজিমাত ঝিলিকের

আমি, স্পিকার- প্রত্যেকে রাজ্যপালকে অনুরোধ করেছি ভাষণ দেওয়ার জন্য। উনি ভাষণ না দিলে বাজেট সেশন শুরু হত না। যা অসাংবিধানিক বিষয় হত। তাই বলেছি, একটা লাইন পড়ুন অন্তত। তারপর উনি প্রথম ও শেষ লাইন পড়েন।”

You may also like

Leave a Reply!