Home বঙ্গ আহতদের দেখতে রামপুরহাট হাসপাতালে মুখ্যমন্ত্রী, নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারকে আর্থিক সাহায্য এবং চাকরির আশ্বাস

আহতদের দেখতে রামপুরহাট হাসপাতালে মুখ্যমন্ত্রী, নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারকে আর্থিক সাহায্য এবং চাকরির আশ্বাস

by banganews

রামপুরহাটের বগটুই পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যাঁরা যাঁরা দায়িত্ব পালন করেননি, তাঁদের শাস্তি হবে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। এরপর আহতদের দেখতে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। ‘চিকিৎসকরা সাধ্যমতো চেষ্টা করছেন। সবাই ভাল হোক এটাই প্রার্থনা করছি’, রামপুরহাট হাসপাতালে আহতদের দেখে বেরিয়ে বললেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত পাঁচজনের চিকিৎসা চলছে।

 

‘কেউ ছাড় পাবে না’, বৃহস্পতিবার রামপুরহাটে মমতা বন্দ্যোপাধ্যায়
নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে সাহায্য এবং যাঁদের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের ২ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে বলে জানান তিনি। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর কোটা থেকে সংসার চালাতে ১০ জনের পরিবারকে চাকরি দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

You may also like

Leave a Reply!