Home কলকাতা করোনা আবহে নয়া উদ্যোগ কলকাতা বিমানবন্দরের

করোনা আবহে নয়া উদ্যোগ কলকাতা বিমানবন্দরের

by banganews

কলকাতা, ২ নভেম্বর,২০২০ঃ   দীর্ঘদিন পরিষেবা বন্ধ থাকার পর আনলক পর্বে ফের চালু হয়েছে উড়ান। করোনা আবহে বিধিনিষেধ মেনেই চলছে বিমান। এবার সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করতে নয়া উদ্যোগ নিল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। কি সেই উদ্যোগ? । বিমানবন্দরে নেমে ট্যাক্সি ধরার জন্য আর লাইন দিতে হবে না যাত্রীদের।

আরও পড়ুন ট্রাক ভর্তি গরু পাচার রুখে দিল মহিলা, মানেকা গান্ধীর ফোনে FIR দায়ের

বিমানবন্দরে প্রি-পেইড ট্যাক্সি বুক করার জন্য একটি মিসড কল দিলেই হবে। 7439751855- এই নম্বরে মিসড কল দিলে যাত্রীদের ফোনে মেসেজ আসবে, যেখানে টোকেন টাইম থাকবে। সেই সময়ের মধ্যে প্রি-পেইড ট্যাক্সি বুথ থেকে ট্যাক্সি পেয়ে যাবেন যাত্রীরা। বিমানবন্দর কর্তৃপক্ষের মতে বয়স্ক মানুষদের কথা ভেবেই এই মিসড কল পদ্ধতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকেই অনলাইনে বুকিং করতে পারে না। এছাড়াও ক্যাবচালক ও দালালদের দৌরাত্ম্য কমবে এতে বলেই মনে করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

You may also like

Leave a Reply!