Home বঙ্গ কলকাতা বইমেলায় রেকর্ড বিক্রি মুখ্যমন্ত্রীর লেখা ‘খেলা হবে’

কলকাতা বইমেলায় রেকর্ড বিক্রি মুখ্যমন্ত্রীর লেখা ‘খেলা হবে’

by banganews

‘খেলা হবে’ এবং ‘দুয়ারে সরকার’। এই দু‘টিই গত বিধানসভা ভোটে ছিল তৃণমূলের ইউএসপি। আর এই দু‘টি বিষয় নিয়েই বই লিখে সাড়া ফেললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় তাঁর লেখা ১২টি বই প্রকাশিত হয়েছে। তবে তার মধ্যে বিক্রির দিক থেকে হিট ‘খেলা হবে’। ‘খেলা হবে’ – স্লোগানকে হাতিয়ার করেই বইটি লিখেছেন মুখ্যমন্ত্রী।

সোমবারই পুরসভার চেয়ারম্যানদের নাম ঘোষণা

জাগো বাংলা স্টলের তরফে জানানো হয়েছে, এই বই প্রতিদিন গড়ে প্রায় ২০০টি করে বিক্রি হয়েছে। লেখিকার অন্য বইয়ের তুলনায় এই বইটির চাহিদা অনেক বেশি। তবে প্রথম স্থানে ‘খেলা হবে’ থাকলে, দ্বিতীয় স্থানে রয়েছে ‘দুয়ারে সরকার’ বই। তৃণমূল নেত্রীর লেখা এই বইটিও সমান জনপ্রিয় জাগো বাংলা স্টলে। নেত্রী সবসময়ই বেস্ট সেলার, বলছেন তৃণমূল সাংসদ দোলা সেন।

You may also like

Leave a Reply!