Home বঙ্গ ২০২১ সালেও সমাবর্তন হবে না যাদবপুরে

২০২১ সালেও সমাবর্তন হবে না যাদবপুরে

by banganews

করোনা আতঙ্ক কাটতে না কাটতেই করোনার নতুন প্রজাতি ওমিক্রনের আতঙ্ক ক্রমশই তীব্রতর হচ্ছে। এই পরিস্থিতিতে সমাবর্তন উৎসব না করার পক্ষপাতী যাদবপুর বিশ্ববিদ্যালয়।  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবার এই বিষয়ে আলোচনা করেছেন৷

 

 

দুই হাজার কুড়ি সালের সমাবর্তন উৎসব করা হয়নি।  ক্যাম্পাসে পঠন-পাঠন শুরু হলেও করোনার আবহে সমাবর্তন করার পক্ষপাতী নন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  কারণ সমাবর্তন হলে এক জায়গায় অনেক মানুষের সমাগম হবে৷ এখন জামায়াতের ওপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে।

 

শনিবার উপাচার্য সুরঞ্জন দাস বলেন, ‘‘শুক্রবার কর্মসমিতির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ছাত্রছাত্রীদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে হবে। এর পরে যা সিদ্ধান্ত নেওয়া হবে, তা রাজ্য সরকারকে জানিয়ে দেব।’’

ওমিক্রন রুখতে পারে ভারতের ভ্যাকসিন, জেনে নিন বিশদে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ২৪ ডিসেম্বর সমাবর্তন হয়। ২০২০ সালে করোনার জন্য সমাবর্তন করা সম্ভব  হয়নি। ছাত্রছাত্রীদের ডিগ্রি অর্জনের শংসাপত্র  ডাকযোগে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কেউ কেউ ক্যাম্পাসে এসেও তা সংগ্রহ করেছিলেন।

You may also like

Leave a Reply!