Home দেশ ISS এবং IES পরীক্ষার ফল প্রকাশ

ISS এবং IES পরীক্ষার ফল প্রকাশ

by banganews

ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস (IES) এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের (ISS) এর ফল প্রকাশ করল ইউপিএসসি। IES পরীক্ষায় প্রথম অভয় যোশী, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে তৃষলা সিং এবং আরতি গর্গ।

ISS পরীক্ষায় প্রথম হয়েছেন অমিত কুমার। দ্বিতীয় অর্ক মণ্ডল, তৃতীয় মনীশ কুমার।

প্রসঙ্গত, এই বছর ১৬ থেকে ১৮ জুলাই সিভিল সার্ভিসের লিখিত পরীক্ষা হয়। নভেম্বরের ২৯ থেকে ডিসেম্বর ১ তারিখ পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হয়েছিল।  এই দুইয়ের ওপর ভিত্তি করেই চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হল ইউপএসসি-র অফিসিয়াল ওয়েবসাইটে (upsc.gov.in)

চলতি বছরে ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস মাত্র ১৫ টি শূন্যপদ ছিল। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসে শূন্যপদ ছিল ১১ টি।

উল্লেখ্য, IES-এর ক্ষেত্রে একজন  এবং ISS-এর ক্ষেত্রে দু’জন পরীক্ষার্থীর ফল চূড়ান্ত করা হয়নি।  নথি যাচাই না করা পর্যন্ত চূড়ান্ত ফলাফল জানানো হবে না৷ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ইউপিএসসি জানিয়েছে, ‘ফলাফল প্রকাশের তিন মাসের মধ্যে নির্দিষ্ট পরীক্ষার্থীদের নথি জমা দিতে হবে অন্যথা তাঁদের বাতিল করা হবে।’

 

পৃথিবীর নিঃসঙ্গ বাড়ি! কীভাবে যাবেন এখানে

প্রতিটি পরীক্ষা কেন্দ্রের পাশে একটি করে ‘ফ্যাসিলিটেশন কাউন্টার’ করা হয়েছে। প্রার্থীরা যে কোনো কর্মদিবসে সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে নিয়োগ সংক্রান্ত তথ্য পাবেন এখানে৷

You may also like

Leave a Reply!