Home দেশ আজ ICSE এবং ISC পরীক্ষার ফলপ্রকাশ দেখে নিন কীভাবে জানা যাবে রেসাল্ট 

আজ ICSE এবং ISC পরীক্ষার ফলপ্রকাশ দেখে নিন কীভাবে জানা যাবে রেসাল্ট 

by banganews
আজ ১০ জুলাই শুক্রবার প্রকাশিত হবে ICSE ও ISC-র রেজাল্ট ৷ দুপুর তিনটেয় ওয়েবসাইটে ফলপ্রকাশ করবে কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE) ৷ কাউন্সিলের দুই সরকারি ওয়েবসাইট থেকে দেখা যাবে রেজাল্ট ৷ নেওয়া যাবে প্রিন্টআউটও ৷ এসএমএসেও রেজাল্ট জানা যাবে বলেছে জানিয়েছে বোর্ড৷ আজ দুপুর তিনটেয় www.cisce.org ওয়েবসাইটে ফলপ্রকাশ করা হবে৷
রেজাল্ট দেখতে পাওয়া যাবে www.cisce.org এবং www.results.cisce.org-এ সাইটে ৷ লগ ইন করার পর ISC না ICSE’এর ফলাফল জানতে চান, তা নির্দিষ্ট করে পরীক্ষার্থীর ইউনিক আইডি (Unique ID), ইনডেক্স নম্বর (Index No.) দিলেই রেজাল্ট স্ক্রিনে চলে আসবে ৷করোনা আবহে এবার পড়ুয়াদের জন্য Digitalize মার্কশিটের ব্যবস্থা করেছে বোর্ড ৷
এসএমএসে (SMS) রেজাল্ট পেতে হলে ফোনের মেসেজ বক্সে গিযে ICSE বা ISC লিখে একটা স্পেস দিয়ে নিজের 7 ডিজিট আইডি নম্বর লিখে মেসেজটি পাঠিয়ে দিতে হবে 09248082883 নম্বরে৷

You may also like

Leave a Reply!