Home দেশ যাত্রীদের সুবিধার্থে নতুন অ্যাপ লঞ্চ করল ভারতীয় রেলওয়ে 

যাত্রীদের সুবিধার্থে নতুন অ্যাপ লঞ্চ করল ভারতীয় রেলওয়ে 

by banganews
যাত্রীদের আরও বেশি সুবিধা দেওয়ার জন্য নতুন অ্যাপ লঞ্চ করল ভারতীয় রেলওয়ে ৷ উত্তর মধ্য রেল শাখার তৈরি এই অ্যাপটির নাম দেওয়া হয়েছে ‘সমগ্র’। এই অ্যাপের সাহায্যে রেলে যাত্রার সময় প্রচুর সুবিধা পাবেন যাত্রীরা ৷ এই অ্যাপটির   মাধ্যমে যাত্রীরা ট্রেন, গন্তব্য স্টেশন, রেলওয়ে পলিসি সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন ৷ যাত্রীরা ট্রেনে সফরের সময় রাস্তায় আসা স্টেশনগুলিতে যাত্রীদের জন্য কী কী সুবিধা মিলতে পারে তাও এই অ্যাপের মাধ্যমে জানতে পারবেন ৷ শুধু যাত্রীরাই নয়, রেলওয়ের কর্মচারীরাও এই অ্যাপের সাহায্যে নিজের কাজ অনেক সহজে করতে পারবেন ৷ টিকিট চেকিং, বুকিং ও রিজার্ভেশন নিয়ে রিপোর্ট বানানোর সময় সহজেই এই অ্যাপ ব্যবহার করে সমস্ত  তথ্য পেয়ে যাবেন।
      যাত্রীরা ‘সমগ্র’ অ্যাপটি ব্যবহার করলে তাঁদের বেশ কিছু চমকপ্রদ সুবিধা দেওয়ার কথা ভেবেছে রেল। টিকিট বুকিং এর সময় থাকছে ডিসকাউন্টের সুবিধাও। ‘সমগ্র’ অ্যাপ ব্যবহার করে যাত্রীরা বাড়িতে বসেই  ট্রেনের লাইভ তথ্য, স্টেশনে পৌঁছনোর সময়, রিজার্ভেশনের তথ্য পেয়ে যাবেন ৷ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের হেড অফিসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অ্যাপটি লঞ্চ করেছে ৷ সমস্তিপুর জোনে তৈরি হয়েছে এই ‘সমগ্র’ নামের অ্যাপটি।

You may also like

Leave a Reply!