Home কলকাতা কলকাতা হাইকোর্ট থেকে উঠে যাচ্ছে ‘মাই লর্ড’

কলকাতা হাইকোর্ট থেকে উঠে যাচ্ছে ‘মাই লর্ড’

by banganews

বদলে যাচ্ছে কলকাতা হাইকোর্টের বহু বছরের নিয়ম। এখন থেকে আর প্রধান বিচারপতিকে ‘মাই লর্ড’ নয়, ‘স্যার’ বলে সম্বোধন করতে হবে। এই নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণ নিজেই দিয়েছেন।
প্রধান বিচারপতি জানিয়ে দেন, তিনি চান বাংলা এবং আন্দামানের বিচারবিভাগীয় আধিকারিকেরা যেন তাঁকে প্রচলিত ‘মাই লর্ড’ নয়, ‘স্যর’ বলে সম্বোধন করেন।

আরও পড়ুন রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক আকরুজ্জামান করোনা আক্রান্ত 

এখন থেকে এই নিয়মই বলবৎ হবে বলে কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে। বৃহস্পতিবারই হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্যায় প্রধান বিচারপতির এই বার্তা পাঠিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের জেলা জজ এবং নিম্ন আদালতের প্রধান বিচারপতিদেরও।
প্রধান বিচারপতির পক্ষ থেকে বলা করা হয়েছে যে, “এখন থেকে রেজিস্ট্রার-সহ জেলা বিচার বিভাগের কর্মকর্তারা মাননীয় প্রধান বিচারপতিকে ‘মাই লর্ড’ কিংবা ‘লর্ডশীপ’ এর পরিবর্তে স্যার বলে সম্বোধন করবেন। বিচারবিভাগীয় কর্তাদেরও এমনটাই করতে হবে।”

You may also like

Leave a Reply!