Home বিদেশ জরুরি সফরে ঢাকায় ভারতের বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা

জরুরি সফরে ঢাকায় ভারতের বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা

by banganews

ঢাকা,১৮ অগাস্ট, ২০২০ঃ  ঢাকায় পৌঁছলেন ভারতের বিদেশ সচিব হর্ষ বর্ধন। মঙ্গলবার সাড়ে ১১টায় কুর্মিটোলা বিমানবন্দরে পৌঁছোন৷ ভারতের বিদেশ সচিব হিসেবে জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণ করেন তিনি৷ এটি শ্রিংলার দ্বিতীয় বাংলাদেশ সফর। এর আগে মার্চের শুরুতে একবার বাংলাদেশ সফরে এসেছিলেন। টানা তিন বছর ঢাকায় ভারতীয় হাই কমিশনারের দায়িত্ব পালনের পর গত বছর জানুয়ারিতে বিদায় নেন শ্রিংলা। ভারতের বিদেশ সচিব হওয়ার আগে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত ছিলেন শ্রিংলা।

আরও পড়ুন বিশ্বের দ্বিতীয় করোনা টিকা Ad5-nCOV এর নথিভুক্তিকরণ

দুই দেশের সম্পর্ক জোরদার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ‘বিশেষ বার্তা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দিতে এই সফরে এসেছেন শ্রিংলা এমনটাই সূত্রের খবর৷ ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হর্ষ বর্ধন শ্রিংলা গণভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বিদেশ সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে শ্রিংলার।

You may also like

Leave a Reply!