Home দেশ প্রতিদিন ৪০ হাজার মানুষের মুখে খাবার! লকডাউনে কল্পতরু অভিষেক

প্রতিদিন ৪০ হাজার মানুষের মুখে খাবার! লকডাউনে কল্পতরু অভিষেক

by banganews

সারা রাজ্যে করোনার প্রকোপে জেরবার হয়ে রয়েছে সাধারন মানুষ। করোনার মারন থাবা থেকে মুক্তি পায়নি পশ্চিমবঙ্গ। এই কঠিন পরিস্থিতিতে লকডাউনের সিদ্ধান্ত নিতে হয়েছে রাজ্য সরকারকে। সামজিক দূরত্ব বজায় রাখতেই এই সিদ্ধান্ত। কিন্তু এই লকডাউনে যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত তাদের কিভাবে চলবে। লকডাউনে কাজ নেই ফলে আয়ের রাস্তাও বন্ধ। এই পরিস্থিতিতে কিভাবে খাওয়া জুটবে? সেই চিন্তায় অস্থিরতার মধ্যেই রাজ্য সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই মানুষগুলির দিকে। স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নেমে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন। নিজে খোঁজ নিয়েছেন কেমন আছে রাজ্যবাসী। বিনামূল্যে চাল পৌঁছে দিয়েছে গরীব মানুষগুলির কাছে। নিজের জীবনের তোয়াক্কা না করেই ময়দানে নেমেছেন এই ভাইরাসের বিরুদ্ধে লড়তে। একাই বুক চিতিয়ে লড়ে চলেছেন রাজ্যবাসীর জন্য। নিজেই পৌঁছে গিয়ে খোঁজ নিয়েছেন সাধারন মানুষের। নিজে দাঁড়িয়ে থেকে ত্রাণ বিলি করেছেন সবাইকে। ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন রাজ্যবাসীর কাছে।

এই লকডাউনের কঠিন পরিস্থিতিতে বারবার সরকারের মানিবক মুখ দেখেছেন রাজ্যবাসী। এবার আরও একবার মানবিকতার নজির গড়লেন ডায়মন্ডহারবারের তৃনমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। রাজ্যের মানুষের কাছে কল্পতরু হয়ে দাঁড়ালেন তিনি। প্রতিদিন ৪০ হাজার মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করলেন তিনি। কল্পতরু প্রকল্পের মাধ্যমে তার এই উদ্যোগ মানবিকতার অনন্য নজির গড়ল। এই প্রকল্পের একটাই উদ্দেশ্য যেন কেউ অভুক্ত না থাকে, ক্ষিদে পেটে যেন কেউ ঘুমোতে না যায়। তার লোকসভা কেন্দ্রে এই ব্যবস্থা গ্রহণ করেছেন তিনি। শুধু এখানেই নয় বাইরে আটকে পড়া শ্রমিকদের জন্য তার এই উদ্যোগ। গুজরাতের আহমেদাবাদে আটকে পড়া শ্রমিকদের জন্য তিনি এই উদ্যোগ নেন। সেখানে ৩২ জন বাঙালি আটকে আছে, তাদের মধ্যে বৃদ্ধ ও বাচ্চাও আছে। তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে এই উদ্যোগ নেন অভিষেক বন্দোপাধ্যায়।  মোট ২১ টি কমিউনিটি কিচেনে প্রতিদিন প্রায় ৪০ হাজার মানুষের জন্য রান্নার ব্যবস্থা হয়। গত ১২ ই এপ্রিল থেকে এই প্রকল্প চালু হয়। এমনকি 033 4067 6262 হেল্প লাইন নম্বর দিয়ে দেওয়া হয়, বলা হয় যদি দেখেন কেউ খেতে পাচ্ছে না ,সাথে সাথে হেল্প লাইন নম্বরে ফোন করে খবর দিতে। এর আগেও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আটকে পড়া শ্রমিকদের ২০ হাজার টাকা পাঠিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়। সাংসদের এহেন উদ্যোগে খুশি সেইসব শ্রমিক। ভিডিও কলে প্রান ভরে আর্শীবাদও করেছেন তাদের প্রিয় সাংসদকে। মমতা বন্দোপাধ্যায় যে ত্রাণ তহবিল গড়ে তুলেছিলেন সেখানেও অভিষেকের নেতৃত্বধীন যুব তৃনমূল থেকে ১ কোটি টাকা এসছে। অভিষেক বন্দোপাধ্যায়ের কথায় এই পরিস্থিতিতে রাজ্য সরকার যেভাবে সাধারন মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন তাতে করে সকলের উচিত সরকারের পাশে দাঁড়ানো।

You may also like

Leave a Reply!