এই ২০২০ যখন সবাই চিন্তিত করোনা নিয়ে ঠিক সেই সময়ে রাজ শুভশ্রী র জীবনে আসতে চলেছে নতুন মানুষ। এই বছরেই না কি বাবা মা হতে চলেছেন এই দম্পতি। এই আনন্দ তারা শেয়ার করেছেন সোস্যাল মিডিয়া তে।

এক বছর আগে বিবাহ বন্ধন এ আবদ্ধ হোন এই দম্পতি। এর পর দুজনেই কাজে ব্যস্ত হয়ে পড়েন।তার প্রতিফলন আমরা পাই পরিনিতা ছবিতে। এই ছবিতে অসাধারণ অভিনয় করে মন জিতে নেন শুভশ্রী।
এই বছর টা যেমন কিছু ক্ষেত্রে ভালো কিছু ক্ষেত্রে খারাপ যেমন এই বছরেই আমরা হারালাম দুই বিখ্যাত অভিনেতা কে ইরফান খান এবং ঋষি কাপুর কে যেটা আমরা কেউ মন থেকে মেনে নিতে পারিনি। আজ ও আমরা বিশ্বাস করতে পারি না যে তারা আমাদের মাঝে নেই। তেমন ই আবার আমাদের খুশির খবর দিয়ে মন ভাল করে দিয়েছে কোয়েল মল্লিক যার কোল জুড়ে এসেছে ছোট্ট পুত্র সন্তান।খুশির ঢেউ খেলে গেছে মল্লিক পরিবারে র মধ্যে।
আবার ফিরে আসি রাজ পরিবারের কথায়।
তারা একটি ছবি পোস্ট করেছেন সেই ছবিতে দম্পতি সুন্দর দুটি টি শার্ট পরে আছেন যাতে লেখা আছে
Dad to be ND the girl going to be a mommy
এবং রাজ এর হাতে আছে একটি শ্লেট যাতে লেখা baby coming 2020
এই বছর এই দম্পতির খুব আনন্দে কাটুক আর শুভশ্রী র কোলে আসুক সুস্থ সুন্দর সন্তান। আরো ভালো কাজ করে আমাদের ভালো সিনেমা উপহার দেবেন এই কামনা করি।