Home স্বাস্থ্য সিজন চেঞ্জের দোসর করোনা- কী কী সতর্কতা জরুরি?

সিজন চেঞ্জের দোসর করোনা- কী কী সতর্কতা জরুরি?

by banganews

বঙ্গ নিউস, ২১ নভেম্বর, ২০২০ঃ নভেম্বরের শেষ হতে চলল কিন্তু এখনো গুমোট ভাব রয়েছে৷ ফ্যান না চালালে গরম লাগছে আবার ফ্যান চালালে গলা খুসখুস ৷ এই পরিস্থিতিতে ভাইরাল ফিভার বা সর্দি-কাশির প্রকোপ খুবই সাধারণ ব্যাপার। করোনা আবহে সাধারণ জ্বর, সর্দি, কাশি হলেও ভয় পেয়ে যাচ্ছেন মানুষ। কিছু বিষয় মেনে চললেই সুস্থ থাকবেন৷

শীত পড়ার সঙ্গে সঙ্গে দিল্লিতে কোভিড সংক্রমণের সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে। এ রাজ্যেও কোভিডের সেকেন্ড ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে। তাই কোনও ভাবেই গা ছাড়া ভাব নিয়ে চললে চলবে না। মাস্ক স্যানিটাইজার ব্যবহার করতেই হবে৷

 

আরও পড়ুন খিচুড়ির স্বাদ শুধু নয়, পুষ্টিগুণও প্রচুর

এই সময় চিকেন পক্স, মিসলস এবং হাঁপানির সমস্যাও খুব বেশি দেখা যায় এ সময়। কোনও ভাবেই যাতে ঠান্ডা লাগানো যাবে না৷ মর্নিং ওয়াকে গেলে অবশ্যই কান-মাথা ঢেকে রাখতে হবে। এসি না চালানোই ভাল। রাতের দিকে ঘরের জানলা বন্ধ রাখুন, যাতে বাইরের হাওয়া কোনও ভাবেই ঘরে ঢুকতে না পারে। ভোরের দিকে হালকা ঠান্ডা পড়ছে। এ সময়ে হালকা চাদর গায়ে দিন।

You may also like

Leave a Reply!