Home স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকতে কতটা হাঁটা প্রয়োজন?

স্বাস্থ্য ভালো থাকতে কতটা হাঁটা প্রয়োজন?

by banganews

হাঁটা এমন একটা উপায়, যা কোনও কষ্টসাধ্য পরিশ্রম ছাড়াও মানুষকে সুস্থ রাখে৷ তবে কখন হাঁটলে উপকার সেটা নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। চিকিৎসকরা বলেন, বিকাল বেলায় হাঁটা সবথেকে বেশি উপকারী। ঘুম থেকে ওঠার কমপক্ষে আধঘন্টা পরে হাঁটতে যাওয়া উচিত।

দেখুন ভিডিও 

You may also like

Leave a Reply!