Home দেশ বকরি ঈদে আপনার পরিজনদের জন্য রইল শুভেচ্ছা

বকরি ঈদে আপনার পরিজনদের জন্য রইল শুভেচ্ছা

by banganews

ঈদের মরসুমে চারদিকে সাজ সাজ রব এবার নেই। এক জায়গায় জমায়েত হয়ে উৎসবের মেজাজ পাওয়া যাবে না এবছর। করোনা প্রকোপে বদলে গিয়েছে জীবনের ছন্দ। কিন্তু তার মাঝেই খুঁজে নিতে হবে আনন্দ। সামাজিক দূরত্ব মেনে ডিজিটাল মাধ্যমেই ছড়িয়ে দিন উৎসবের শুভেচ্ছা বার্তা। আড়ম্বর না থাকুক অন্তরের আন্তরিকতায় ভরে থাকুক উৎসব, সামাজিক দূরত্ব মুছে যাক প্রাণের টানে।

আরও পড়ুন টিকা কারা আগে পাবেন? চলছে আলোচনা

আজ শনিবার দেশ জুড়ে পালিত হচ্ছে বকরি ঈদ বা কোরবানি ঈদ। আজকের দিনে নামাজ শেষে মূলত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি বা বলি দেন মুসলিমরা। মুসলিম ধর্ম মতে ঈদ-উল-আদহারর সঙ্গে পবিত্র হজের একটা সম্পর্ক রয়েছে। মক্কার অদূরে আরাফাতের  সমবেত হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজ পালন করেছেন ধর্মপ্রাণ মুসলিমরা। হিজরি সনের গণনা অনুযায়ী মঙ্গলবার অর্থাৎ ৩১ জুলাই সৌদি আরবে ঈদ-উল-আদহা উদযাপিত হয়েছে। আজ শনিবার  ঈদের শেষ দিন এদিন মুসলিমরা একে অন্যকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা জানান। পালন হয় খুশির বকরি ঈদ৷

You may also like

Leave a Reply!