Home দেশ আজ থেকে বদলে যাচ্ছে ব্যাঙ্কের বেশ কিছু নিয়ম

আজ থেকে বদলে যাচ্ছে ব্যাঙ্কের বেশ কিছু নিয়ম

by banganews

আজ থেকে ব্যাঙ্কের নিয়মে বেশ কিছু বদল ঘটতে চলেছে৷ ব্যাঙ্ক লোন, প্রধানমন্ত্রী কিষাণ স্কিম ও ন্যূনতম ব্যালেন্সের চার্জ লাগবে৷ বেশ কিছু ব্যাঙ্ক ডিজিটাল লেনদেন বাড়ানোর জন্য ন্যূনতম ব্যালেন্সে চার্জ ঘোষণা করেছে৷ দেখে নেওয়া যাক অগাস্ট থেকে ব্যাঙ্কগুলির নিয়মে কী কী বদল ঘটছে৷

আরও পড়ুন রেস্তোরাঁয় নতুন মেনু ‘মাস্ক নান’ সঙ্গে ‘করোনা তরকারি’

★ ব্যাঙ্কে তিনটি ফ্রি লেনদেনের পরের লেনদেন থেকে শুল্ক গুনতে হবে৷ ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, অ্যাক্সিস ব্যাঙ্ক, কোটক মহীন্দ্রা ও আরবিএল ব্যাঙ্কে এই চার্জ আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে৷
★ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে শহরাঞ্চলের গ্রাহককে ন্যূনতম ২ হাজার টাকা ব্যালেন্স রাখতেই হবে অ্যাকাউন্টে৷ এই ব্যালেন্স না থাকলে শহরে ৭৫ টাকা, মফঃসলে ৫০ টাকা ও গ্রামে ২০ টাকা করে জরিমানা নেবে ব্যাঙ্ক৷

★আজ থেকে নতুন গাড়ি বা মোটরবাইকের দাম কমে যাচ্ছে৷গাড়ি বিমাতেও ছাড় পাবেন গ্রাহকরা৷
★ ই-কমার্স সংস্থাগুলিকে কোন দেশের পণ্য তা জানাতে হবে৷ মিন্ত্রা, ফ্লিপকার্ট ও স্ন্যাপডিলের মতো কিছু সংস্থা জানাচ্ছে, সংশ্লিষ্ট পণ্যটি কোন দেশে তৈরি৷ একই সঙ্গে স্থানীয় পণ্যকে বেশি করে প্রোমোট করতে হবে৷
★ প্রতি মাসেই ১ তারিখে রান্নার গ্যাসের দামে বদল হয়৷ গতমাসে দাম বেড়েছে৷ আজ বোঝা যাবে দাম বাড়ল না কমল৷
★ ১০ কোটি কৃষকের ব্যাঙ্কে পিএম কিষাণ স্কিমের টাকা ঢুকবে৷ এই যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে দেবে সরকার৷ এই যোজনায় লাভবান হবেন প্রায় ১০ কোটি কৃষক৷

You may also like

Leave a Reply!