Home দেশ টিকা কারা আগে পাবেন? চলছে আলোচনা

টিকা কারা আগে পাবেন? চলছে আলোচনা

by banganews

দিল্লি, ৩১ জুলাই, ২০২০: করোনার টিকা বাজারে এলেই কাজ শেষ হয়ে গেল না। বরং কারা প্রথম এই টিকা পাবেন, সেই বিষয়টিই এখন কেন্দ্র সরকারের প্রধান ভাবনা।
স্বাস্থ্য মন্ত্রকের ‘অফিসার ইন স্পেশাল ডিউটি’ রাজেশ ভূষণ বলেন, ‘একটি বিষয় আলোচনায় উঠে আসছে যে, সামনের সারির (করোনা) কর্মীরাই প্রথম টিকা পাওয়ার সেরা দাবিদার। সেই প্রশ্ন নিয়েই মতবিনিময় চলছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। কাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সামনের সারির স্বাস্থ্যকর্মীদের পর টিকা নেওয়ার তালিকায় কারা থাকবেন এবং তাঁরা যদি প্রথমে আসেন, তারপর কোন শ্রেণি আসবেন, এসব বিভিন্ন খুঁটিনাটি নিয়ে ভাবছে নীতি আয়োগ কমিটি।’

আরও পড়ুন :  কোভিড আক্রান্ত হলেন বর্ষিয়ান বাম নেতা শ্যামল চক্রবর্তী

রাজেশ ভূষণ আরও বলছেন, ‘কো-মর্বিডিটি থাকা মানুষ নাকি আর্থ-সামাজিকভাবে দুর্বল মানুষদের আগে টিকা দেওয়া হবে, তা নিয়ে আলোচনা চলছে। দীর্ঘদিন ধরে দারিদ্র্য ও পুষ্টিহীনতার জেরে ওই পিছিয়ে পড়া মানুষদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। তাই এই সবদিকই মাথায় রাখতে হচ্ছে আমাদের।’

You may also like

Leave a Reply!