Home বঙ্গ যৌন কর্মীদের পিপিই কিট বিতরণ করলেন গৌতম দেব

যৌন কর্মীদের পিপিই কিট বিতরণ করলেন গৌতম দেব

by banganews

সমাজের প্রান্তিক মানুষ তারা৷ দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতে তাদের নিজের শরীরকেই কাজে লাগাতে হয়৷ তথাকথিত সমাজ তাদের এখনো কিছুটা ব্রাত্য করে রেখেছে হয়ত কিন্তু এই করোনা মহামারীর কঠিন সময় মানবিক গৌতম দেব৷
যৌন কর্মীদের সুস্বাস্থ্যের কথা ভেবেছেন তিনি৷

গতকাল শিলিগুড়ির ৪১ নং ওয়ার্ডে মোট ২০০ জন যৌনকর্মীর হাতে পিপিই কিট তুলে দিলেন গৌতম দেব। বতর্মান পরিস্থিতিতে প্রত্যেক মানুষেরই সুস্থ থাকার জন্য যথাযথ  সুরক্ষার প্রয়োজন। তাই গৌতম দেব এই উদ্যোগ নিয়েছেন বলে জানান৷

সেইসঙ্গে তিনি বলেন, “আমাদের পৌরসভার কাজই হল সব পরিস্থিতিতে সব ধরনের মানুষের পাশে দাঁড়ানো।তাই আমরা এইসব যৌন কর্মীদের হাতে প্রয়োজনীয় জিনিসপত্র দিলাম।যাতে তারা আগামীদিনে কোভিডের সঙ্গে লড়াই করতে পারে।”

সমাজের পিছিয়ে পড়া কিংবা বিচ্ছিন্ন মানুষদের সমাজের মূলস্রোতে নিয়ে এসে স্বাভাবিক জীবনযাপনের উপযোগী পরিবেশ গড়ে তোলাই গৌতম দেব এর লক্ষ্য৷  শুধু পি পি ই কিট নয়,  এদিন গৌতম দেব যৌন কর্মীদের বাচ্চাদের হাতে তুলে দেন পড়াশোনার জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম।

You may also like

Leave a Reply!