Home বিদেশ পিস ডোনাট বানিয়ে ইউক্রেনের জন্য সহমর্মিতা প্রকাশ জার্মানির

পিস ডোনাট বানিয়ে ইউক্রেনের জন্য সহমর্মিতা প্রকাশ জার্মানির

by banganews

রাশিয়ার সঙ্গে যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেন। এই কঠিন পরিস্থিতিতে ইউক্রেনের পাশে রয়েছে অনেক দেশই। নানা ভাবে বন্ধুত্ব বা সহমর্মিতা প্রকাশ করছে দেশগুলি। জার্মানির একটি বেকারিও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে থাকল অভিনব ভাবে।

জার্মানির একটি বেকারি, নাম ‘হাক’। তারা ইউক্রেনের জাতীয় পতাকার রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করেছে একটি বিশেষ ডোনাট। ‘পিস ডোনাট’। যুদ্ধের আবহে এভাবেই শান্তির বার্তা দিয়েছে এই জার্মান বেকারি। নীল-হলুদ রঙের ফ্রস্টিং দেওয়া ডোনাটটির দাম ১ ইউরো। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৫ টাকা। একদিনেই বেকারিটির ১০টি শাখা থেকে প্রায় ৬০০টি পিস ডোনাট বিক্রি হয়েছে। ডোনাট বিক্রির টাকা ফ্র্যাঙ্কফুর্টে আশ্রয় নেওয়া ইউক্রেনীয় শিশুদের অনুদান দেওয়া হবে জানিয়েছে সংস্থাটি।

 

ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

বেকারির মালিক তানজা হাকের কথায়, এই সঙ্কটের সময়ে কিছু করার কথা ভেবেছিলাম। অনেক ভেবে এই ডোনাট তৈরি করার কথা মাথায় আসে।

You may also like

Leave a Reply!