Home বঙ্গ গান স্যালুটে বিদায় নদীয়ার শহীদ সুবোধ ঘোষকে

গান স্যালুটে বিদায় নদীয়ার শহীদ সুবোধ ঘোষকে

by banganews

রঘুনাথপুর, ১৬ নভেম্বর, ২০২০ঃ  দীপাবলীর আগের দিনই ভারত পাক সীমান্ত সংঘর্ষে শহীদ হয়েছেন বাংলার বীর সেনা তেহট্ট রঘুনাথপুরের সুবোধ ঘোঘ। দীপাবলীর আলোর রোশনাইয়ের মধ্যে রঘুনাথপুরের ঘোষ পরিবারে নেমে এসেছে অন্ধকার। তবুও সে দেশের জন্য প্রাণ দিয়েছে। এই বীর যোদ্ধাকে শেষবারের মত শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিল গোটা গ্রাম। রাত ১১ টার পর রঘুনাথপুরের গ্রামের বাড়িতে পৌঁছায় সুবোধ ঘোষের কফিনবন্দী দেহ। স্লোগান উঠতে থাকে ভারত মাতা কি জয়, সুবোধ ঘোষ অমর রহে।

আরও পড়ুন পার্লামেন্টে শিশুদের মতামত দানের সুযোগ করে দিল UNICEF

কান্নায় ভেঙে পড়ে সুবোধের পরিবার। গ্রামবাসীদেরও চোখে জল। বাড়ি থেকে কিছুটা দূরে একটি মাঠের মধ্যে বীর যোদ্ধার কফিন নিয়ে যাওয়া হয়। সেখানেই শ্রদ্ধা জানান গ্রামবাসীরা। স্কুল মাঠে একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেনা জওয়ান সুবোধ ঘোষকে শ্রদ্ধা জানানোর জন্য। সেখানেই তাঁকে শ্রদ্ধা জানায় এলাকার বিধায়ক ও সাংসদ। গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয় শহীদ সুবোধ ঘোষকে। শহিদ সুবোধ ঘোষের মরদেহ মালা দিয়ে শ্রদ্ধা জানান সেনা বাহিনী ও বায়ুসেনার অফিসাররা। ২০১৭ সালে সেনাবাহিনীতে যোগদেন। ২০১৯ সালে সাতপাঁকে বাধা পড়েন। একটি কন্যা সন্তানেরও জন্ম দেন। কথা ছিল ডিসেম্বরে মেয়ের অন্নপ্রাশনে আসবেন, কিন্তু সে ইচ্ছা আর পূরন হল না। চোখের জলে গ্রামের বীর সৈনিক কে বিদায় জানাল রঘুনাথপুর।

You may also like

Leave a Reply!