Home কলকাতা ফ্ল্যাটের দাম আকাশছোঁয়া , NAA-র নজরে নির্মাতারা

ফ্ল্যাটের দাম আকাশছোঁয়া , NAA-র নজরে নির্মাতারা

by banganews

বঙ্গ নিউস, ১৬ নভেম্বর, ২০২০ঃ ফ্ল্যাটের দাম বেড়েই চলেছে, এর উপর জিএসটি। কার্যত নাজেহাল হয়ে পড়ছে সাধারণ মানুষ। নির্দিষ্ট দামের নিয়ম থাকলেও সেই নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবাধে চলছে ব্যবসা। এবার সেই দামে লাগাম টানতে নজর দিতে চলেছে ন্যাশনাল অ্যান্টি-প্রফিটারিং অথরিটি (NAA)। সূত্রের খবর ২০১৭ সালে জিএসটি লাগু হওয়ার পর কর তো দূরঅস্ত এমনকি দামেও কোনোও হেরফের করেননি নির্মাতারা।

আরও পড়ুন SBI তে শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি

জিএসটির পরেই দাম কমানোর উদ্যোগ নেয় NAA তবে করোনা আবহে সেই প্রক্রিয়া বন্ধ থাকায় অনেক বিল্ডাররা বাজার মন্দার দোহাই দিয়ে অতিরিক্ত দামে ব্যবসা করছে। GST আইন সারা দেশে ১ জুলাই ২০১৭ সালে কার্যকর হয়েছে। যার অধীনে নির্মাতারা আন্ডার-কনস্ট্রাকশন সম্পত্তিতে বিল্ডিং উপকরণ, পরিষেবা এবং অন্যান্য সুবিধাগুলিতে কর ছাড়ের ব্যবস্থা করতে পারেন যা পূর্ববর্তী শুল্ক ব্যবস্থায় ছিল না। নতুন সিস্টেমে ১২ শতাংশ জিএসটি নেওয়া হচ্ছে। যার পরও কর দেওয়ার জন্য প্রাপ্তি বাড়তি সুবিধা পাচ্ছে না গ্রাহকরা। উপরন্তু ট্যাক্সের হার দেখে মাত্রাতিরিক্ত দাম চাপানো হচ্ছে ফ্ল্যাটের উপরে। এই নিয়ে মামলা পর্যন্ত হয়েছে। সেই মামলায় ৮০ শতাংশ অভিযোগ নির্মাতাদের বিরুদ্ধে। নতুন নির্দেশ দেওয়া হয়েছে বিল্ডারদের লাভের ১০ শতাংশ জরিমানা দিতে হবে।

You may also like

Leave a Reply!