Home দেশ দিল্লিতে নামী রেস্তোরাঁর খাবারে মরা টিকটিকি

দিল্লিতে নামী রেস্তোরাঁর খাবারে মরা টিকটিকি

by banganews

দিল্লি, ০৩ আগস্টঃ   দক্ষিণ ভারতীয় খাবারের জন্য বিখ্যাত এক রেস্তোরাঁর খাবারে মিলল মরা টিকটিকি। ঘটনা দিল্লির কনট প্লেসে বিশ্বের অন্যতম বড় দক্ষিণ ভারতীয় রেস্তোরাঁর চেন সারাবানা ভবনের।

ওই রেস্তোরাঁয় নৈশভোজ খেতে গিয়ে একদল যুবক ধোসা-সম্বর অর্ডার করেন৷ কিছুক্ষণ খাওয়ার পরে তাঁদের মধ্যে একজন দেখতে পান সম্বরের মধ্যে পড়ে রয়েছে একটি মরা টিকটিকির অর্ধেক অংশ।

আরও পড়ুন টিকটককে কিনতে চলেছে মাইক্রোসফট

 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একটি সম্বরের বাটি হাতে ধরে রয়েছেন এক যুবক। আর অন্য হাতে চামচে করে মরা টিকটিকিটি ধরে রেখেছেন তিনি। ওয়েটারকে ওই যুবক বলেন, সম্ভবত তিনি না দেখে অর্ধেক টিকটিকি খেয়ে ফেলেছেন। মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিওটি।ঘটনার তীব্র নিন্দা করেন নেটিজেনরা। ইতিমধ্যেই রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন ওই যুবক। শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন বন্ধ তারাপীঠে পুজোর নামে ভুয়ো অনলাইন চক্র

দেশ বিদেশে বিখ্যাত দক্ষিণ ভারতীয় খাবারের রেস্তোরাঁ সারবানা ভবন৷ দেশে ৩৯টি এবং বিদেশে ৮৭টি আউটলেট রয়েছে তাদের। দিল্লিতে এই রেস্তোরাঁ এতই জনপ্রিয় যে, ছুটির দিনে রেস্তোরাঁর বাইরে গ্রাহকদের লাইন পড়ে যায় । এই ঘটনায় প্রশ্ন উঠেছে রেস্তোরাঁর খাদ্য সুরক্ষা নিয়ে।

You may also like

Leave a Reply!