Home বঙ্গ বন্ধ তারাপীঠে পুজোর নামে ভুয়ো অনলাইন চক্র

বন্ধ তারাপীঠে পুজোর নামে ভুয়ো অনলাইন চক্র

by banganews

তারাপীঠ, ২ আগস্ট, ২০২০: করোনা সংক্রমণের জেরে তারাপীঠ মন্দির বন্ধ হয়ে যেতেই ভুয়ো ওয়েবসাইটের রমরমা। প্রতারণার চক্র খুলে বসেছে বেশ কিছু জালচক্র। তাদের বিশ্বাস করে ১০০ থেকে ১০ হাজার, বিভিন্ন অঙ্কের টাকা খোয়াচ্ছেন ভক্তরা।

আরও পড়ুন  কোভিড পজিটিভ তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত

অভিযোগ, তারাপীঠ মন্দিরের নামে চলছে বেশ কিছু ভুয়ো ওয়েবসাইট। অনলাইন পুজোর নাম করে দর্শনার্থীদের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নিচ্ছে ওই ওয়েবসাইটের পাণ্ডারা।
এ বিষয়টির প্রেক্ষিতে মন্দির কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছেন, তাঁদের কোনও অনলাইন পোর্টাল নেই।

আরও পড়ুন করোনা নিয়ে বাড়ছে উদ্বেগ, ঝড়ের বেগে সংক্রমণ ছড়াচ্ছে মালদায়

“ইতিমধ্যেই আমাদের কাছেও একাধিক অভিযোগ এসেছে। অনেকেই বলেছেন অনলাইনে পুজোর অনেকগুলি ওয়েবসাইট নেটে দেখা যাচ্ছে। কিন্তু এগুলোর সঙ্গে মন্দিরের কোনও সম্পর্ক নেই,” জানাচ্ছেন তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ।
পাশাপাশি ভক্তদের সতর্ক করে মন্দির কমিটি সাবধান করে দিয়েছে— কেউ এই প্রতারণা চক্রের ফাঁদে পা দেবেন না।

You may also like

Leave a Reply!