Home দেশ রাজধানীর বুকে আজ তাণ্ডব শুরু করে দিয়েছে ঘূর্ণিঝড় নিসর্গ৷

রাজধানীর বুকে আজ তাণ্ডব শুরু করে দিয়েছে ঘূর্ণিঝড় নিসর্গ৷

by banganews

আম্পানের ক্ষত এখনও দগদগে৷ সপ্তাহ দুয়েক আগেই ঘূর্ণিঝড় আম্ফান ভারতের পূর্ব উপকূলে আছড়ে পড়েছে৷ দিন পনেরোর মধ্যেই আরও এক আতঙ্ক ঘনিয়ে আসছে৷ আরব সাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’। ঝড়ের নাম বাংলাদেশের দেওয়া৷

আজ গুজরাট ও মহারাষ্ট্রের উপকূলে আছড়ে পড়তে পারে৷ মুম্বইতে ইতিমধ্যে ভারী বৃষ্টিপাত, হাওয়ার গতিবেগে প্রাবল্য দেখা দিয়েছে৷ যদিও ঝড়ের সঠিক পথটি পরিষ্কার হতে কয়েক ঘন্টা সময় নেবে, আবহাওয়া কর্মকর্তারা বলেছেন যে এটি সরাসরি রাজধানীতে আঘাত হানতে পারে। যদি এমন ঘটে তবে এটিই প্রথম ঘূর্ণিঝড় যা ভারতের রাজধানীতে প্রভাব ফেলবে৷
মুম্বই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আলিবাগের কাছে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। আইএমডি (ভারত আবহাওয়া অধিদফতর) জানিয়েছে, আগামী ১২ ঘন্টা প্রবল বৃষ্টি এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১০ কিমি বেগে থাকতে পারে৷ তীব্রতার দিক থেকে নিসর্গ আম্ফানের চেয়ে দু’ধাপ নীচে অবস্থান করলেও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে৷

আরো পড়ুন – করোনা আবহের মধ্যেই গাছ কেটে বিক্ষোভের মুখে উড়িষ্যার বনবিভাগ

ঘূর্ণিঝড়টি উত্তরের দিকে সরতে শুরু করবে৷ ৩ জুন সন্ধ্যায় নিসর্গ গুজরাট ও উত্তর মহারাষ্ট্রের উপকূলের কাছে পৌঁছাবে৷ এর ফলে ভারতের দুই রাজ্য গুজরাট ও মহারাষ্ট্রে প্রি-সাইক্লোন অ্যালার্ট জারি করা হয়েছে আগামীকাল অবধি৷ শহর ও আশেপাশের নিম্নাঞ্চল থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে৷

আরো পড়ুন – ৭০ শতাংশ মানুষ ক্ষতিগ্রস্থ, তাও জাতীয় বিপর্যয় নয়? National Media নীরব কেন? ‘একঘর সৌরভ’ এর সত্যসন্ধান

তবে ঝড়ের সূত্রপাত মুম্বাইয়ের কর্মকর্তাদের উদ্বেগের কারণ হতে পারে। কোভিড -১৯ এর ৫০,০০০ এরও বেশি পসিটিভ হওয়ায় ইতিমধ্যেই করোনা সংক্রমণের ক্ষেত্রে ভারতের মধ্যে সর্বাধিক ক্ষতিগ্রস্থ। বৃষ্টিপাতের সূত্রে ম্যালেরিয়া, টাইফয়েড এবং অন্যান্য অসুস্থতার প্রকোপের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷

You may also like

Leave a Reply!