Home দেশ মহারাস্ট্রে ভেসে গেল কোভিড হাসপাতাল

মহারাস্ট্রে ভেসে গেল কোভিড হাসপাতাল

by banganews

করোনা আবহের মধ্যেই অতিবর্ষণের জেরে এক হাটু জলে ডুবে গেল মহারাস্ট্রের গোদাবরী মেডিক্যাল কলেজ যেখানে করোনা রোগীদের চিকিৎসা চলছে। শনিবার মধ্যরাত থেকে লাগাতার ভারী বৃষ্টি হয়ে চলেছে এর ফলে ওই হাসপাতালে নীচতলা জলে ডুবে যায়। তৎক্ষণাৎ সেখান থেকে কোভিড রোগীদের ওপরের ফ্লোরে স্থানান্তরিত করা হয়। এছাড়াও নীচতলায় আরেকটি জরুরি বিভাগ আছে দূর্ঘটনাগ্রস্ত রোগীদের জন্য সেখানেও ১২ জন রোগী ছিল বলে জানা গেছে হাসপাতাল সুত্রে, তাঁদের কে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে সর্বদলীয় বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর

হাসপাতালের বেশ কিছু যন্ত্রপাতি ও রোগীদের ওপরের ফ্লোরে নিয়ে যাওয়া হয়েছে বলে হাসপাতাল সুত্রের খবর। হাসপাতালের এই পরিস্থিতিতে মহারাস্ট্র সরকারকে দায়ী করেছেন প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিশ মহাজন। তিনি বলেছেন “মহারাস্ট্রের অবস্থা ভয়ঙ্কর এই পরিস্থিতিতে সামনে দাঁড়িয়ে দিশা দেখানোর কেউ নেই রাজ্যে তার জন্য দায়ী রাজ্য সরকার। হাসপাতালের সামনের রাস্তার অবস্থা নিয়ে তিনি দাবি করেন রাস্তার ঢাল হাসপাতালের দিকে তাই আজ এই অবস্থা। তবে মহারাস্ট্র প্রশাসন হাসপাতালের এই সমস্যার সমাধানে আশ্বাস দিয়েছেন।

 

You may also like

Leave a Reply!