Home দেশ এক দিনে বুকিং হল ২.৩৭ লাখ টিকিট, ১ জুন থেকে চালু হচ্ছে ২০০ টি স্পেশ্যাল ট্রেন

এক দিনে বুকিং হল ২.৩৭ লাখ টিকিট, ১ জুন থেকে চালু হচ্ছে ২০০ টি স্পেশ্যাল ট্রেন

by banganews

করোনার প্রকোপে স্তব্ধ হয়ে রয়েছে গোটা দেশ। সারা দেশে লকডাউন জারি রয়েছে। এর মধ্যে চতুর্থ দফার লকডাউন শুরু হয়েছে। এই পরিস্থিতিতে যানচলাচল থেকে শুরু করে রেল পরিষেবা সবই বন্ধ। শুধু কয়েকটা শ্রমিক স্পেশ্যাল ট্রেন চলছে। এবার ২০০ টা প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। আগামী ১ জুন থেকে এই ২০০ টি প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে। ইতিমধ্যে বুকিং শুরু হয়ে গিয়েছে। ট্রেনগুলির। বৃহস্পতিবার বুকিং শুরু হয় আইআরসিটিসি ওয়েবসাইটে। সাইট খুলতেই মুহুর্তের মধ্যে শেষ হয়ে যায় টিকিট। সকাল ১০ টায় খোলা হয়েছিল ওয়েবসাইট। বিকেল ৪ টে পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে ২.৩৭ লক্ষ।

আরও পড়ুন একলাফে আক্রান্তের সংখ্যা বেড়ে ১,২৫০০০, নতুন করে করোনা আক্রান্ত ৬৫০০ এর উপর

প্রসঙ্গত এই স্পেশ্যাল ট্রেনের টিকিট একমাত্র মোবাইল অ্যাপ ও আইআরসিটিসির ওয়েবসাইট থেকেই কাটা যাবে। রেলের তরফে জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেল ৪ টা পর্যন্ত বিক্রি হয়েছে ২ লক্ষ ৩৭ হাজার ৭৫১ টি টিকিট। যাত্রী সংখ্যা ৫ লক্ষ ৫১ হাজার ৭২৪ জন। জনশতাব্দী, পূর্বা, দুরন্ত এক্সপ্রেসের মত ট্রেনের টিকিটও বুকিং হয়েছে। ওই দিন বেলা ১ টা পর্যন্ত ৭৬ টি ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছিল, বেলা ১ টা অবধি বুক হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৯৯০ টি টিকিট। রেলের তরফে জানানো হয়েছে কোনো কম্বল জাতীয় কিছু দেওয়া হবে না নিজেকেই ব্যবস্থা করতে হবে। এসি ও নন এসি দুরকমের কোঁচই থাকবে। বেশ কিছু গাইডলাইন মেনে চলতে হবে। অন্তত ৩০ মিনিট আগে স্টেশনে পৌঁছাতে হবে। মাক্স ও স্যানিটাইর্জাস বাধ্যতামূলক, প্রত্যেক যাত্রীকে থার্মাল স্ক্রিনিং করিয়ে গাড়িতে ওঠানো হবে। ফোনে আরগ্যো সেতু অ্যাপ বাধ্যতামূলক। নিশ্চিত টিকিট থাকলে তবেই ট্রেনে উঠতে পারবে যাত্রীরা। ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা উঠতে পারবে না। রেলযাত্রার দুঘন্টা আগেও টিকিট কাটা যাবে।

 

You may also like

Leave a Reply!