Home দেশ করোনা আপডেট এক নজরে

করোনা আপডেট এক নজরে

by banganews

মহামারি করোনা ভাইরাসের বিপর্যস্ত পুরো বিশ্ব। আক্রান্ত পৃথিবীর প্রায় সব দেশ। দফায় দফায় লকডাউন দিয়েও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ভারতের করোনা পরিস্থিতি। বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ভারতেও বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনা ভাইরাসে ভারতে আক্রান্ত ২ লক্ষের বেশি। এখন সংখ্যাটা ২ লাখ ১৭ হাজার ৫৪১৷ মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এ্যাক্টিভ এবং রিকভারি কেসের সংখ্যা প্রায় কাছাকাছি বলা চলে৷ এ্যাক্টিভ প্রায় ১ লাখ ৭ হাজার ২৮৪ জন। রিকভার করেছেন ১ লাখ ৪ হাজার ১৫৫ জন। অন্যদিকে আমেরিকায় মৃত এক লক্ষের সীমা পার করে ফেলেছে।
পশ্চিমবঙ্গে কনফার্ম প্রায় ৬৫০০ মানুষ। এদের মধ্যে এ্যাক্টিভ প্রায় ৩৫৮৩ জন। ২৫৮০ জন মানুষ করোনা সংক্রমণের পর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ২০ শতাংশ রোগীর ক্ষেত্রেই ভেন্টিলেটরের প্রয়োজন পড়ে। এ বার তাই ভারতে ভেন্টিলেটর পাঠাবে আমেরিকা।ভারতে ক্রমশ ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে৷ সরকারি তথ্যানুসারে,করোনা এ দেশ থেকে এ পর্যন্ত প্রাণ নিয়েছে ৬ হাজার ৯১ জনের
ভারতে বাড়তে থাকা করোনা সংক্রমণের আবহে পরিস্থিতি সামাল দিতে প্রথম পর্যায়ে ওই ১০০টি ভেন্টিলেটর পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে আমেরিকা।
করোনা রুখতে প্রতিষেধক আর ওষুধ বানানোর চেষ্টায় দিন-রাত এক করে গবেষণা চালাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক বিজ্ঞানী। এই পরিস্থিতিতে কোন দেশ, কবে সম্পূর্ণ করোনা মুক্ত হবে তা হিসেব কষে জানিয়ে দিলেন একদল বিজ্ঞানী! বিশেষজ্ঞদের বিশ্বাস, সোশ্যাল ডিসটেন্সিং, স্যানিটাইজেশন, মাস্ক ব্যবহার সবকিছু নিয়ম মাফিক চললে আগামী ৪ ডিসেম্বরের মধ্যে সারা বিশ্ব থেকেই করোনাভাইরাসকে নির্মূল হওয়ার সম্ভাবনা রয়েছে৷

You may also like

Leave a Reply!