Home দেশ করোনা পজিটিভ হরিয়ানার মুখ্যমন্ত্রী

করোনা পজিটিভ হরিয়ানার মুখ্যমন্ত্রী

by banganews

গুরগাঁও, ২৪ অগাস্ট, ২০২০ঃ

করোনা আক্রান্ত হলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। টুইট করে নিজেই একথা জানান তিনি।

আজ সন্ধ্যা ৭ টা ২ মিনিট নাগাদ টুইট করেন মনোহর লাল খট্টোর। সেখানে তিনি লেখেন, “আমি আজ করোনা পরীক্ষা করেছিলাম। আমার রিপোর্ট পজিটিভ এসেছে। ” তিনি আরো লেখেন, “গত এক সপ্তাহে যারা আমার সংস্পর্শে এসেছেন তাঁদের সকলকে টেস্ট করানোর জন্য অনুরোধ করছি। এবং প্রত্যেকে যেনো কোয়ারেন্টাইনে এ থাকেন”

 

এদিকে আজ হরিয়ানা বিধানসভার স্পিকার ও দুই বিধায়ক করোনা পজিটিভ হয়েছেন। সংবাদ সংস্থা PTI কে সেখানকার স্বাস্থ্য মন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন, করোনা আক্রান্ত দুই বিজেপি বিধায়ক হলেন, অসীম গোয়েল এবং রাম কুমার।

You may also like

Leave a Reply!