Home বিদেশ বেসরকারী স্কুলগুলির বর্ধিত ফি মুকুবের আবেদন খোদ মুখ্যমন্ত্রীর

বেসরকারী স্কুলগুলির বর্ধিত ফি মুকুবের আবেদন খোদ মুখ্যমন্ত্রীর

by banganews
সারা রাজ্য জুড়ে এক  কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। লকডাউনে মানুষের হাতে কাজ নেই। কাজ হারিয়েছেন অনেকে, আয় কমে গেছে অনেকের। অফিস চালু হলেও স্কুল কলেজ এখনও বন্ধ। এই অবস্থায় বেসরকারি স্কুলগুলোর বেতন বৃদ্ধি না করার আবেদন জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বেসরকারি স্কুল কর্তৃপক্ষগুলোকে অনুরোধ জানিয়েছেন এই বছরে তারা যেন স্কুলের বেতন বৃদ্ধি না করে।
করোনা আবহে অর্থনৈতিক পরিকাঠামো ভেঙ্গে পড়েছে। ফলে কাজ নেই অনেকের, এই সময় বেতন বৃদ্ধি সমস্যার সৃষ্টি করবে সেই কারণে মুখ্যমন্ত্রী এই অনুরোধ রেখেছেন। তিনি বলেছেন ” আপনাদের আমি অনুরোধ করছি কারণ মানুষের হাতে টাকা নেই”।  এর পাশাপাশি তিনি জানান, আগামী ৩০ শে জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে এমনকি পরিস্থিতি অনুযায়ী জুলাই মাসেও বন্ধ থাকতে পারে স্কুল। স্কুল বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের উপর প্রভাব পড়ছে ঠিকই কিন্তু স্বাস্থ্যবিধির কথার মাথায় রেখে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। প্রসঙ্গত গত ১৬ই মার্চ থেকে বন্ধ রয়েছে সমস্ত স্কুল।

You may also like

Leave a Reply!