Home দেশ যুদ্ধের জল্পনা উসকে তিব্বতে চিনের মহড়া

যুদ্ধের জল্পনা উসকে তিব্বতে চিনের মহড়া

by banganews

এবার রীতিমতো মহড়া শুরু করে দিল চিন। বৃহস্পতিবারই চিনের তিব্বত স্বায়ত্বশাসিত এলাকায় সেনার মহড় হয়েছে বলে খবর।
এই মহড়ায় মূলত যুদ্ধের ট্যাঙ্ক ব্যবহারের কৌশলের ওপর জোর দেয় চিন। এছাড়াও ফাইটার জেট ব্যবহার ও সেনার নিজস্ব সক্ষমতার ওপরও জোর দেয় বাহিনী।
বিশেষজ্ঞ মহলের ধারণা, চিনের পিপলস লিবারেশন আর্মি সামরিক মহড়ার মাধ্যমে দেখে নিতে চাইছে যে তাদের ট্যাঙ্ক, যুদ্ধ বিমান এবং সৈন্যরা উঁচু নিচু পাহাড়ি পথে যুদ্ধ করতে কতটা সক্ষম ।

আরও পড়ুন শোপিয়ান ও পুলওয়ামায় পৃথক দুটি এনকাউন্টারে নিহত আট সন্ত্রাসী 

এই সামরিক মহড়ায় অংশ নেওয়ার জন্য চিনা সরকার গোটা দেশ থেকে অস্ত্র, সেনা, ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি প্রভৃতি এককাট্টা করেছে বলে খবর। সূত্রের বয়ান অনুযায়ী, এই মহড়ায় বেশ কয়েকটি নতুন অস্ত্রও সামিল ছিল। যেমন টাইপ ১৫ লাইটওয়েট ট্যাঙ্কস, এইচজে ১০ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ইত্যাদি ।
এইদিনের মহড়া করা হয় ৪৭০০ মিটারেরও বেশি উঁচু তিব্বত মালভূমিতে। এখানেই লক্ষ্যবস্তুর ওপর বিভিন্ন অস্ত্র হেনে মহড়া চালায় চিন।

আরও পড়ুন দশজন ভারতীয় সেনাকে মুক্তি দিল চিন

তবে এই মহড়ার ব্যাপারটি কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়েছে। গত তিন মাস ধরে বহুবার সামরিক মহড়া চালিয়েছে চিন । সুত্রের খবর চলতি বছরের ২৯ মার্চ রাতে একটি গোপন স্থানে মহড়া করেছিল চিন ।

You may also like

Leave a Reply!