Home দেশ গালওয়ানে চিন ভারত সমস্যা নিয়ে ফের আলোচনায় বসতে চলেছেন দুইদেশের শীর্ষকর্তারা

গালওয়ানে চিন ভারত সমস্যা নিয়ে ফের আলোচনায় বসতে চলেছেন দুইদেশের শীর্ষকর্তারা

by banganews

গালওয়ানে ভারত-চিন মুখোমুখি সংঘর্ষ এবং বিতর্কিত কয়েকটি বিষয় নিয়ে দু’দেশের শীর্ষ সামরিক কর্তারা ফের আলোচনায় বসছেন। সেনাবাহিনী সূত্রে জানা গেছে যে, গালওয়ান এবং ফিঙ্গারস এলাকা নিয়ে আলোচনা ছাড়াও অন্য কয়েকটি বিষয়ে আলোচনার মধ্যে থাকবে। লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের আলোচনা হবে পূর্ব লাদাখের কাছে চিন সীমান্তের দিকে চুশুলে। প্রসঙ্গত এর আগে ৬ জুন এমনি আরেকটি বৈঠক হয়েছিল। সে সময় বৈঠকে ঠিক হয়েছিল ভারত চীন সীমান্তে উত্তেজনা উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চিন তাদের সেনা প্রত্যাহার করবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল ১৫ জুন ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ শুরু হল।

আরও পড়ুন ভারত চীন সীমান্ত সমস্যা বিষয়ে জানালেন মার্কিন-রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প

যার ফলে কুড়িজন ভারতীয় সেনা নিহত হলেন এবং কমপক্ষে ৭৬ জন আহত হলেন। এক প্রাক্তন সেনাকর্মী জানাচ্ছেন, ৬ জুনের সামরিক স্তরের বৈঠকের পর সিন সেনাদের অধিকৃত জমি থেকে ধীরে ধীরে সরে যাওয়ার কথা ছিল। কিন্তু তা তারা করেনি। আর সেটাই খতিয়ে দেখতে শহীদ কর্নেল বিএল সন্তোষ বাবুর নেতৃত্বে এলাকা পরিদর্শন করতে বেরিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনী।১৫,০০০ ফুট উচ্চতায় গাড়োয়ান উপত্যকা এলাকায় গিয়ে ভারতীয় সেনারা দেখে সেখানে লালফৌজ ঘাঁটি গেড়ে বসে আছে। তাদেরকে তাঁবু থেকে বের করে ভারতীয় সেনাবাহিনী তাবু ভাঙতে শুরু করে এবং আগুন ধরিয়ে দেয়। বিপদ বুঝে লালফৌজ কাঠের তক্তা, লোহার রড, কাঁটা তার জড়ানো বাটাম নিয়ে ভারতীয় সেনাদের ওপর আক্রমণ করে। সংবাদ সংস্থার খবর অনুযায়ী সংঘর্ষে কমপক্ষে ৪৫ জন চীনের সেনা হতাহত হয়েছে।এদিকে গত রবিবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে তিন বাহিনীর সেনা প্রধানের বৈঠকে ঠিক হয়েছে এবার থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনাদের সঙ্গে কোন ঝামেলা হলে আর তা যদি গুরুতর পর্যায়ে পৌঁছয় তখন ভারতীয় সেনারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে।

You may also like

Leave a Reply!