Home দেশ কচুরিপানায় মোড়া পাকিস্তানি হেরোইন উদ্ধার করল বিএসএফ

কচুরিপানায় মোড়া পাকিস্তানি হেরোইন উদ্ধার করল বিএসএফ

by banganews
কচুরিপানার সঙ্গে হেরোইনের কোনও সম্পর্ক নেই। তাই নিশ্চিন্তে ৬৪ কেজি হেরোইন কচুরিপানায় মুড়েই চালান দিয়েছিল পাকিস্তান। ভারতের পথে। কারও সন্দেহ হবে না।
হল না শেষরক্ষা। কয়েকশো কোটি টাকার নিষিদ্ধ নেশার দ্রব্য উদ্ধার করল বিএষএফ। গভীর রাতে পাঞ্জাবের গুরদাসপুরের রবি নদীর জল থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ সর্বনেশে নেশার দ্রব্য।
লম্বা কাপড়ের ক্লথ টিউবে মুখবন্ধ অবস্থায় ৬০ টি প্যাকেটে মোট ৬৪.৩৩ কেজি হেরোইন উদ্ধার হয়৷ জানা গেছে শ্যাওলার বাঞ্চের সঙ্গে সঙ্গে ভাসছিল ওই কাপড়ের প্যাকেটগুলি ৷
বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান থেকে নদীপথে এই মাদকের কনসাইনমেন্ট ভাসিয়ে দেওয়া হয়েছিল৷ ডেরা বাবা নানকের কাছে নাগালি আউটপোস্টে থাকা বিএসএফ-এর নিরাপত্তারক্ষীরা দেখতে পান শ্যাওলা ভেসে ভেসে আসছে৷
এই পুরো কনসাইনমেন্ট কচুরিপানার ঝাঁকের সঙ্গে ১৫০০ মিটার দড়ি দিয়ে বাধা ছিল৷ ের দাবি, কোনও ব্যক্তিকে নিশ্চয়ই এই বিষয়ে তথ্য দেওয়া ছিল আগে থেকেই।  সে সুযোগ বুঝে এই কচুরিপানায় মোড়া হেরোইন সংগ্রহ করে নিত৷
বিএসএফ-এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল রাজেশ শর্মা জানিয়েছেন, কচুরিপানার মধ্যে লুকিয়ে থাকা হেরোইনের এই বড় কনসাইনমেন্টের মধ্যে থেকে কয়েক কোটি টাকার খুঁজে কয়েক কোটি টাকার নিষিদ্ধ দ্রব্য  বাজেয়াপ্ত করা হল।

You may also like

Leave a Reply!