Home দেশ বিকাশ দুবের বিদ্যুৎ বিল ৪৫০ টাকা

বিকাশ দুবের বিদ্যুৎ বিল ৪৫০ টাকা

by banganews
সিইএসসি বনাম কলকাতাবাসী, বিদ্যুৎ বিলের তরজায় যখন চারদিকে ত্রাহিরব, ঠিক তখনই সামনে এল উত্তরপ্রদেশের এক অভিনব বিদ্যুৎ বিলের খবর। চারটে এসি আর একডজন পাখা চব্বিশ ঘণ্টা চলেও সে বাড়ি থেকে মাত্র ৪৫০ টাকার বিল মেটানো হত এতদিন।
কারণ বাড়িটি উত্তরপ্রদেশের ডন বিকাশ দুবের।
কোনও বৈদ্যুতিক এবং বৈদ্যুতিন সরঞ্জামের অভাব নেই সে বাড়িতে। অথচ সরকারিভাবে বিদ্যুৎ সংযোগ ছিল মাত্র এক কিলোওয়াটের।
সেই সংযোগে কী কী চলত জানেন?
৪টি এসি, ১২টি ফ্যান, ২টি ফ্রিজ, ২৫ থেকে ৩০টি লাইট, ২০টি সিসিটিভি, ওয়াশিং মেশিন, সাবমার্সিবেল পাম্প।
একেবারেই গরম সহ্য হত না বিকাশ দুবের। তাই তার বাথরুমেও চলত পাখা। একমিনিটের জন্যও বন্ধ হত না এসি।
উত্তরপ্রদেশের ডন। তাই বেশি ওয়াটের বিদ্যুৎসংযোগ সরকারিভাবে দিতে বুক কাঁপত বিদ্যুৎকর্তাদেরও। এ বিষয়ে কানপুরের বিদ্যুৎ দফতরের এসডিও-ও স্বীকার করে নেন, বিকাশ দুবের বাড়িতে এক কিলোওয়াটেরই বিদ্যুৎ সংযোগ নেওয়া ছিল৷ বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করলেও কেন লোড বাড়ানো হয়নি, সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি ওই আধিকারিক৷

You may also like

Leave a Reply!