Home পৌরাণিক কাহিনী প্রথম বিমানচালক রাবণ, গবেষণায় নামছে শ্রীলঙ্কা

প্রথম বিমানচালক রাবণ, গবেষণায় নামছে শ্রীলঙ্কা

by banganews
এবার রাবণচর্চায় নেমেছে শ্রীলঙ্কা সরকার। আজ থেকে ৫০০০ বছর আগে বিশ্বের প্রথম বিমানটি আসলে যে রাবণই উড়িয়েছিলেন, তাই নিয়ে গবেষণা ত্বরান্বিত করতে চায় তারা।
এই কাজে বিস্তারিত তথ্যানুসন্ধান চালিয়ে নিজেদের দাবির স্বপক্ষে আরও প্রমাণ জোগাড় করতে মরিয়া শ্রীলঙ্কা প্রশাসন৷
ইতিমধ্যেই শ্রীলঙ্কা সরকারের পর্যটন ও বিমান পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে এর জন্য সাধারণ মানুষের থেকে রাবণ সংক্রান্ত যে কোনও তথ্য, বই প্রমাণ আকারে থাকলে তা শ্রীলঙ্কার অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের কাছে জমা দিতে আবেদন করা হয়েছে৷ ‘রাজা রাবণ এবং আকাশপথে আধিপত্যের হারিয়ে যাওয়া ঐতিহ্য’ শীর্ষক বিষয়ে গবেষণা চালানো হবে বলে বিজ্ঞাপনে দাবি করা হয়েছে৷ সুনির্দিষ্ট তথ্যের বিনিময়ে পর্যাপ্ত অর্থ দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজ্ঞাপনে৷
শ্রীলঙ্কার অসামরিক বিমান পরিবহণ দফতরের প্রাক্তন ভাইস চেয়ারম্যান শশী দনতুঙ্গে দাবি করেন, রাবণই প্রথমবার বিমান উড়িয়েছিলেন, এর একাধিক অকাট্য প্রমাণ তাঁদের কাছে রয়েছে৷ তিনি আরও বলেন, ‘রাজা রাবণ অসামান্য প্রতিভার অধিকারী ছিলেন৷ তিনি প্রথম ব্যক্তি যিনি আকাশপথে যাত্রা করেন৷ এটা কোনও পুরাণ কাহিনির অংশ নয়, এমটা বাস্তবেই ঘটেছিল৷ এর উপরে বিস্তারিত গবেষণা হওয়া প্রয়োজন৷ আগামী পাঁচ বছরের মধ্যে আমরা এটা প্রমাণ করে দেব৷’
এই বিষয়টির উপরে গত বছরই শ্রীলঙ্কায় একটি আলোচনা সভারও আয়োজন করা হয়েছিল৷ সেখানে বিমান পরিবহণের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা, ইতিহাসবিদ, পূরাতত্ত্ব বিশারদ, বিজ্ঞানী এবং ভূতত্ত্ববিদরা হাজির ছিলেন৷ সেই আলোচনা সভাতেও মেনে নেওয়া হয় যে প্রায় ৫০০০ বছর আগে আকাশপথে ভারতে এসে শ্রীলঙ্কায় ফিরে যান রাবণ৷
সাম্প্রতিক কালে রাবণকে নিয়ে শ্রীলঙ্কায় নতুন করে উৎসাহ দেখা দিয়েছে৷ নিজেদের প্রথম মহাকাশ অভিযানে শ্রীলঙ্কা যে উপগ্রহটি পাঠিয়েছে, তার নামও রাখা হয়েছে রাবণ৷

You may also like

Leave a Reply!