Home বঙ্গ সাসপেনশন না তোলা পর্যন্ত প্রতিবাদ আন্দোলন চলবে :‌ শুভেন্দু অধিকারী

সাসপেনশন না তোলা পর্যন্ত প্রতিবাদ আন্দোলন চলবে :‌ শুভেন্দু অধিকারী

by banganews

বৃহস্পতিবারও বিধানসভার চলতি অধিবেশনে বিজেপির ২ বিধায়ককে সাসপেন্ড করাকে কেন্দ্র করে বিজেপি বিধায়কদের বিক্ষোভ জারি। রাজ্যপালের ভাষণ চলাকালীন অসংসদীয় আচরণের জন্য নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী এবং পুরুলিয়া সদরের বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়কে চলতি অধিবেশনের সাসপেন্ড করা হয় ৷ এদিন এই সিদ্ধান্তের প্রতিবাদ করে বিজেপি বিধায়কেরা লবিতে বিক্ষোভ দেখান।

দুই বিধায়কের সাসপেন্ডের বিরোধিতা করে এদিন সাসপেনশন না তোলা পর্যন্ত প্রতিবাদ আন্দোলন চলবে বলেই হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 

‘হেরে নাটক করছে বিজেপি, গণতন্ত্রের পক্ষে লজ্জার’, বিধানসভায় তোপ মমতার

যদিও রাজ্যের বিরোধী দলনেতার এই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তৃণমূল। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, ‘‌বিজেপি তো দিল্লি নির্ভর রাজনীতি করে। কোনও পদক্ষেপ নিতে দিল্লির সঙ্গে কথা বলতে হয়। রাজ্যপালের ভাষণে বাধা দেওয়া আসলে বিজেপির চক্রান্ত।’‌

You may also like

Leave a Reply!