Home বঙ্গ মুখ্যমন্ত্রীর জন্য বাঁধলেন গান, পুরভোটের প্রচারে বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকর

মুখ্যমন্ত্রীর জন্য বাঁধলেন গান, পুরভোটের প্রচারে বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকর

by banganews

ভুবন বাদ্যকরের বাদামের গান শুনেছেন সবাই। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল এই গান। নেটদুনিয়াতে রীতিমত সেলিব্রিটি তিনি। এবার তাঁকে দেখা গেল পুরভোটের প্রচারে। পুরভোটের প্রচারে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তী। তাঁর হয়েই এদিন রাজনীতিতে পা দিতে দেখা গেল ভুবন বাদ্যকরকে।

ভুবন বাদ্যকরকে নিয়ে প্রচার প্রসঙ্গে তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তী বলেন, “উনি ৫ টাকা করে বাদাম বেচেন। গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে বাদাম বেচেন। এখন কলকাতাতেও যাতে উনি পরিচিত হন, ওনার দুটো পয়সা আয় হয়, সেটাই চেষ্টা করছি।” অমল চক্রবর্তী আরও বলেন, “ঠোঙায় করে বাদাম খাওয়ার অভ্যাস মানুষ ভুলেই গিয়েছে প্রায়। এখন যদি মানুষের সেই অভ্যাস আবার ফিরে আসে, তাহলে সেটা ভালোই হবে। ওনারও কিছু আয় হবে।”

পঞ্চায়েত ট্রেড লাইসেন্স নিয়ে বড়ো সিদ্ধান্ত রাজ্য সরকারের

এই প্রসঙ্গে ভুবন বাদ্যকর জানান, কলকাতায় এসে তাঁর ভালোই লাগছে। সবার অনুরোধে প্রচারে তিনি ভাইরাল হয়ে যাওয়া ‘বাদাম গান’ টিও গেয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীকে নিয়েও নতুন গান বেঁধেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুড়ি খেতে ভালোবাসেন। আর তা নিয়েই ভুবন বাদ্যকর লিখেছেন, “দেশজুড়ে নাম দিদির। দেশজুড়ে নাম। দিদি খাবেন মুড়ি, আমার বাদাম।” শুধু বাদাম বেচে সংসার চালাতে কষ্টের কারণে মুখ্যমন্ত্রীর কাছে আর্থিক সাহায্যও প্রার্থনা করেছেন ভুবন বাদ্যকর।

You may also like

Leave a Reply!