Home বঙ্গ গুজরাতে উদ্ধার পাচার হয়ে যাওয়া বঙ্গকন্যা

গুজরাতে উদ্ধার পাচার হয়ে যাওয়া বঙ্গকন্যা

by banganews

বঙ্গ নিউস, ১৪ নভেম্বর, ২০২০ঃ বড়সড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার গুজরাতের রাজকোট থেকে বছর ১৪ র এক নাবালিকাকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রের খবর ওই নাবালিকাকে পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় হুগলির আরামবাগের বাসিন্দা শেখ তাহিদুর রহমান কে গ্রেপ্তার করা হয়েছে। তাহিদুরের বিরুদ্ধে এর আগেও পাচারের অভিযোগ মিলেছিল বলে পুলিশ সূত্রের দাবি।

আরও পড়ুন ভারতীয় সেনার গুলিতে সাত থেকে আটজন পাক সেনা নিহত

দক্ষিণ ২৪ পরগণার জীবন তলা থানা এলাকায় ওই নাবালিকার বাড়ি। গত ১০ অক্টোবর নাবালিকার বাবা অভিযোগ জানায় তাঁর মেয়ে টিউশনি পড়তে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। এমনকি মোবাইলটাও বন্ধ ছিল। স্থানীয় থানায় অভিযোগ দায়ের হলেও ঘটনার তদন্তভার নেয় সিআইডি মানব পাচার দমন শাখা। মোবাইল সূত্র ধরে তদন্তকারীরা জানতে পারেন ওই নাবালিকা লাস্ট বারুইপুর স্টেশনে ছিল। এরপর মোবাইলের কল লিস্ট ট্র্যাপ করে জানা যায় নিখোঁজ হওয়ার আগে একটি নম্বরে ৯ বার ফোন করা হয়েছে। সূত্র ধরে খোঁজ পাওয়া যায় সেই মোবাইল নম্বরটি তাহিদুর রহমানের। সেই সূত্র ধরে জানা যায় তাহিদুর রহমান গুহরাতের রাজকোটে রয়েছে। সেখানে গোয়েন্দা আধিকারিকরা হানা দিয়ে তাহিদুর রহমান কে পাকড়াও করে নাবালিকাকে উদ্ধার করে। গোয়েন্দারা জানিয়েছেন ফেসবুকের মাধ্যমে তাহিদুরের সঙ্গে আলাপ হয় ওই নাবালিকার। তাহিদুর বিবাহিতা হলেও সে কথা গোপন করে। সম্ভবত প্রেমের ফাদ পেতে মেয়েটিকে পাচারের উদ্দেশ্যেই রাজকোটে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না। এর আগেই গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হয় তাহিদুর রহমান।

You may also like

Leave a Reply!