Home বঙ্গ সিঙ্গুর মামলায় বেকসুর খালাস মন্ত্রী বেচারাম মান্না-সহ ৩১

সিঙ্গুর মামলায় বেকসুর খালাস মন্ত্রী বেচারাম মান্না-সহ ৩১

by banganews

সিঙ্গুর মামলায় মন্ত্রী বেচারাম মান্নাসহ ৩১ জনকে মোট ৬৮টি মামলা থেকে বেকসুর খালাস করল আদালত। ২০০৬ সালে সিঙ্গুরে টাটা গোষ্ঠীর গাড়ির কারখানা তৈরির জন্য জমি অধিগ্রহণ শুরু করেছিল তৎকালীন বাম সরকার। এই জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন তৎকালীন বিরোধী নেত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আন্দোলনে শামিল হয়েছিলেন বেচারাম মান্নাসহ আরও নেতৃত্ববৃন্দ। আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে দায়ের হয়েছিল মামলা।

 

রাজ্যে চালু হতে চলেছে তিনটি নতুন বিমানবন্দর

রাজ্যে ক্ষমতায় এসে সেই মামলা থেকে মুক্তি দেওয়ার আশ্বাস দিয়েছিল শাসকদল। কিছু মামলা প্রত্যাহার করা হলেও সব হয়নি। বিধাননগরে সাংসদ-বিধায়কদের জন্য তৈরি বিশেষ আদালতে এখনও চলছিল সেই মামলা। বুধবার সিঙ্গুরের ঘটনার যাবতীয় মামলা থেকে নিষ্কৃতি দেওয়া হল বেচারামা মান্না-সহ মোট ৩১ জনকে। বেকসুর খালাস হয়েই বাম সরকারের বিরুদ্ধেই অভিযোগ করেন তাঁরা।

You may also like

Leave a Reply!