Home বিদেশ করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল বাংলাদেশের প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল বাংলাদেশের প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর

by banganews

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর। তাঁর করোনা পজিটিভ ছিল বলে নিশ্চিত করেছেন তাঁর সহকারী একান্ত সচিব শেখ নাজমুল হক সৈকত। এই প্রথম কোনো মন্ত্রীর মৃত্যুর খবর মিলল বাংলাদেশে। এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোজাম্মেল হক কোভিড-১৯ আক্রান্ত হন। শেখ মোহাম্মদ আবদুল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার সংসদীয় প্রতিনিধি ছিলেন।

আরও পড়ুন : করোনা আক্রান্ত ক্রিকেটার শাহিদ আফ্রিদি

২০১৯ এর জানুয়ারি মাসে তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। শেখ মোহাম্মদ আবদুল্লাহর একান্ত সচিব ইয়াসির আরেফিন জানান, “তার ডায়বেটিস ছিল এবং মাঝেমধ্যে শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যাও হতো। বার্ধক্যজনিত সব ধরণের রোগেরই উপসর্গ ছিল তার মধ্যে।” তিনি আরও জানান  “গতকাল রাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়। আজ সকালে জানা যায় যে তিনি করোনাভাইরাস পজিটিভ ছিলেন।” বাংলাদেশের মন্ত্রীসভার কোনো সদস্যের করোনাভাইরাসে মৃত্যু হওয়ার ঘটনা এই প্রথম।

You may also like

Leave a Reply!